এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
হাপুর, উত্তরপ্রদেশ: একটি সাদা এসইউভি গাড়ি পিষে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এক কৃষকের সবজির সারি (SUV Crushing Farmer's Vegetables), এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বর্ষীয়ান সরকারি আধিকারিক ওই গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে হাপুর জেলার রাজ্য সরকার পরিচালিত এক বাজারে। জানা গিয়েছে, ওই কৃষক তাঁৱ সবজি বিক্রি করতে ওই বাজারে এসেছিলেন। কারও অনুমতি না নিয়ে তিনি চাদর বিছিয়ে ওই সবজি বিক্রি করতে শুরু করেছিলেন। মোবাইলে তোলা ওই ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, গাড়িটি এসে কৃষকের বিছিয়ে রাখা সবজির উপরে উঠে যায়। তারপর এদিকে ওদিক করে গাড়ির চাকার তলায় পিষে দেওয়া হচ্ছে সব সবজি!
ওই গাড়িতে ছিলেন সুশীল কুমার নামের এক সরকারি আধিকারিক, যিনি ওই বাজারের সচিব। তবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন না। তাঁর গাড়ির চালক যখন ওই কাণ্ড করছে তখন তিনি কাছাকাছিই ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে অন্য সরকারি কর্মীরা জানিয়েছেন, এমন কাজ করার জন্য তিনি নিজের গাড়িক চালককে তিরষ্কার করেছেন।
জাতীয় নাগরিকপঞ্জি আসলে অসমের মুসলিমদের দেশছাড়া করার হাতিয়ার: জানাল মার্কিন প্যানেল
ওই আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা ওঁদের বলেছি রাস্তায় না বসতে। দোকানে বসতে। এমনও বলা হয়েছে যাঁদের দোকান নেই, তাঁরা লাইসেন্সের জন্য আবেদন করুন। আমরা অনুমতি দেব।''
কম রাজস্ব আদায় হলেও জনকল্যাণমুখী প্রকল্পে কাটছাঁট নয়, জানালেন অর্থমন্ত্রী
তিনি আরও বলেন, ‘‘আমি ওই ভিডিও দেখেছি। আমি আমার গাড়ির চালককে তিরষ্কার করেছি। জানিয়েছি, এমন কাজ না করতে। কোনও সমস্যা হলে আমাকে জানাতে।''
এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। এভাবে এক কৃষকের সবজিকে পিষে দেওয়ার অমানবিক কাণ্ডের নিন্দায় মুখর নেটিজেনরা।