ফুটেজটিতে দেখা যাচ্ছে হাওয়ার তোড়ে ট্রাকটি শূন্যে উঠে ছিটকে পড়ছে।
এক অদ্ভুত ঝোড়ো হাওয়ার (Strong Winds) তাণ্ডবের ছবি ধরা পড়ল রাস্তার ধারে লাগানো নজরদারি ক্যামেরায়। ঘটনা চিনের (China) ইনচুয়ানের। ফুটেজটিতে দেখা যাচ্ছে হাওয়ার তোড়ে ট্রাকটি শূন্যে ঘুরে উল্টে গিয়ে রাস্তার পাশেই এক বাতিস্তম্ভকে ধাক্কা মেরে মাটিতে পড়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পুরোটাই ঘটাচ্ছে শক্তিশালী বায়ুস্রোত। ভাইরাল হওয়া ভিডিওতে (Viral) ১.৮ টনের ওই ট্রাকটিকে এভাবে হাওয়ায় অসহায় ঝোড়ো পাতার মতো পাক খেতে দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
ট্রাকটি অত ভারী হওয়া সত্ত্বেও কী করে হাওয়ার স্রোত তাকে ওভাবে পাক খাইয়ে ছুড়ে ফেলে দিল তা ভেবে পাচ্ছেন না নেটিজেনরা। এছাড়াও যেটি আশ্চর্যের, ট্রাকের পিছনে অপেক্ষমাণ গাড়িগুলিকে কিন্তু কোনওভাবেই প্রভাবিত করতে পারেনি হাওয়া।
‘ডিব্বা রোটি' বানাতে শেখানো বৃদ্ধকে ‘গুরুদক্ষিণা' দিলেন শেফ বিকাশ খান্না
‘ওয়েইবো' কিংবা ‘মিয়াওপাই'-এর মতো চিনের সোশ্যাল মিডিয়াগুলিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনার সিসিটিভি ফুটেজটি। ফুটেজটিতে দেখা যাচ্ছে, কীভাবে হাওয়ার তাণ্ডবে ট্রাকটিকে নাজেহাল হতে হল। নীচে দেখে নিন ভিডিওটি:
সাংহাইস্ট'-এর এক প্রতিবেদনের দাবি, এটা ঝোড়ো হাওয়ার তাণ্ডব নয়। এটা সাইক্লোনের দাপট।
খিদের চোটে গাছে চড়ছে হাতি! দেখে নিন ভাইরাল ভিডিও
সৌভাগ্যবশত, ট্রাক চালক সিট বেল্ট পরে থাকায় তাঁর বিশেষ ক্ষতি হয়নি। সামান্য কিছু ক্ষতচিহ্ন ছাড়া তাঁর শরীরে তেমন কোনও ক্ষতি করতে পারেনি সাইক্লোন।
বিশেষজ্ঞরা এখনও বোঝার চেষ্টা করছেন ওই শক্তিশালী হাওয়ার পিছনে কী কারণ রয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে।
২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঝড়ে এভাবেই এক শপিং সেন্টারের বাইরে পার্ক করে রাখা গাড়িগুলিকে পাক খেতে দেখা গিয়েছিল।
Click for more
trending news