Viral Video: এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন
হাইলাইটস
- এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন
- বহু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন
- ভিডিও-টি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে
করোনার ভয়াবহতার সঙ্গে ভারত প্রত্যক্ষ করেছে দুটি প্রাকৃতিক দুর্যোগ। আমফানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সহ পশ্চিম বঙ্গ ও ওড়িশা, নিসর্গ বিধ্বস্ত করেছে মুম্বই, গুজরাট, গোয়ার মতো রাজ্য গুলিকে। এই রকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বহু 'ল্যান্ডস্লাইডিং'-এর (Landsliding) ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভিডিও-তে দেখতে পাবেন, কীভাবে একটা গোটা বস্তি সমুদ্রের ওপর ভাসছে। এই ভিডিও-টি নরওয়ের, অল্টার বাসিন্দা জন এগিল বক্কাবি এই ভিডিও-টি রেকর্ড করেন।এই ভিডিও দেখলে আপনার মনে হবে, কেউ যেন একটা বিস্তর ভূখণ্ড সমুদ্রের দিকে ধাক্কা দিচ্ছে।
এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন। তাতে ক্যাপশন লেখেন, ''এখনও নরওয়ের অলটাতে ভূমিধ্বসের কারণে বহু বাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যায়।'' টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিও-টি ভাইরাল হয়ে যায়।
দেখুন VIDEO:
বহু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন।তাতে করে ভিডিও-টি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই ভিডিও দেখে এক ইউজার মন্তব্য করেন, ''ভিডিওটা ভয়ংকর'', অন্য আর একজন লেখেন, ''২০২০ খুবই খারাপ একটা বছর''।
Click for more
trending news