हिंदी में पढ़ें
This Article is From Jun 05, 2020

ভাসছে ঘর, চোখের পলকে কোথায় চলে গেল সম্পূর্ণ বস্তি? দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বহু 'ল্যান্ডস্লাইডিং'-এর (Landsliding) ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে

Advertisement
অফবিট

Viral Video: এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন

Highlights

  • এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন
  • বহু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন
  • ভিডিও-টি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে

করোনার ভয়াবহতার সঙ্গে ভারত প্রত্যক্ষ করেছে দুটি প্রাকৃতিক দুর্যোগ। আমফানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সহ পশ্চিম বঙ্গ ও ওড়িশা, নিসর্গ বিধ্বস্ত করেছে মুম্বই, গুজরাট, গোয়ার মতো রাজ্য গুলিকে। এই রকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বহু 'ল্যান্ডস্লাইডিং'-এর (Landsliding) ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভিডিও-তে দেখতে পাবেন, কীভাবে একটা গোটা বস্তি সমুদ্রের ওপর ভাসছে। এই ভিডিও-টি নরওয়ের, অল্টার বাসিন্দা জন এগিল বক্কাবি এই ভিডিও-টি রেকর্ড করেন।এই ভিডিও দেখলে আপনার মনে হবে, কেউ যেন একটা বিস্তর ভূখণ্ড সমুদ্রের দিকে ধাক্কা দিচ্ছে।  

এই ভিডিও-টি টুইটার ইউজার জন ফ্রেড্রিক দ্রাব্লস শেয়ার করেছিলেন। তাতে ক্যাপশন লেখেন, ''এখনও নরওয়ের অলটাতে ভূমিধ্বসের কারণে বহু বাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যায়।'' টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিও-টি ভাইরাল হয়ে যায়। 

দেখুন VIDEO:

Advertisement

বহু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন।তাতে করে ভিডিও-টি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই ভিডিও দেখে এক ইউজার মন্তব্য করেন, ''ভিডিওটা ভয়ংকর'', অন্য আর একজন লেখেন, ''২০২০ খুবই খারাপ একটা বছর''। 

Advertisement
Advertisement