Read in English
This Article is From Nov 25, 2019

ভূমিষ্ঠ দেবশিশু? ২ মাথা, ৩ হাতওয়ালা সন্তানের জন্ম দিলেন মা

দেবশিশুর বদলে অতি মানব শিশুও বলা যেতে পারে। কারণ, সদ্যোজাতের দুটি মাথা, তিনটি হাত ( two heads and three hands)।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বাচ্চাটি আপাতত ICU-তে রয়েছে (প্রতীকী)

বিদিশা, মধ্যপ্রদেশ:

দেবশিশুর বদলে অতি মানব শিশুও বলা যেতে পারে। কারণ, সদ্যোজাতের দুটি মাথা, তিনটি হাত ( two heads and three hands)। এমনই বিরল ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের বিদিশা (Madhya Pradesh's Vidisha)। রবিবার সেখানের গাঞ্জবাসোদা গ্রামে জন্ম নেয় এমন অদ্ভুত দেখতে এই শিশু।

ঘুষ থেকে বাঁচতে নোটিশ! 'আমি ঘুষখোর নই'.... 

চিকিৎসকেরা জানিয়েছেন, আর পাঁচটি শিশুর মতো একটি হৃদয় নিয়ে জন্মালেও সদ্যোজাতের তিনটি হাতে দুটি করে হাতের পাতা। সদ্য ভূমিষ্ঠ শিশু সহ তার মা ২১ বছরের ববিতা আহিরওয়ার আপাতত আইসিইউ-তে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। খবর ববিতার এটি প্রথম সন্তান। দেড় বছর আগে তাঁর বিয়ে হয়।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement