This Article is From Feb 23, 2020

বিজেপিতে যোগ দিলেন কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনের কন্যা বিদ্যা রানী

বিদ্যা রানী বলেন, “আমি জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চাই।”

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বীরাপ্পনের মৃত্যু হয় ২০০৪ সালের ১৮ অক্টোবর

কৃষ্ণগিরি:

BJP-তে যোগ দিলেন দস্যু কন্যা! শনিবার কৃষ্ণগিরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন বিদ্যা রানী (Vidya Rani)। বিদ্যা রানীর পরিচয় তিনি মৃত চন্দন পাচারকারী বীরাপ্পনের (Veerappan) কন্যা। ওই অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মুরলিধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণও উপস্থিত ছিলেন।

বিদ্যা রানী বলেন, “আমি জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনা জনগণের জন্য তৈরি এবং আমি এই সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।”

বিদ্যা রানী ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের প্রায় এক হাজার সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Advertisement
Advertisement