This Article is From Mar 31, 2020

করোনাভাইরাসের জেরে বন্ধ জাদুঘর! দরজা ভেঙে চুরি ভ্যান গগের আঁকা বহুমূল্য চিত্র!

রবিবার রাত্রি ৩.১৫ নাগাদ লরেনের সিঙ্গার লরেন জাদুঘরের সামনের কাঁচের দরজা ভেঙে চোররা ভ্যান গঘের ‘পার্সোনেজ গার্ডেন অ্যাট নিউনেন ইন স্প্রিং’ ছবিটি চুরি করে নিয়ে যায়। তবে, আশা করা হচ্ছে অন্য কোনও শিল্প চুরি যায়নি।

Advertisement
ওয়ার্ল্ড Written by

সিঙ্গার লরেন জাদুঘর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

Highlights

  • যে দিন জন্মেছিলেন ভ্যান গঘ, অর্থাৎ ৩০ মার্চই চিত্রকর্মটি চুরি যায়
  • ৫ মিলিয়ন ইউরো মূল্যের ওই ছবি চুরি হয়ে গিয়েছে
  • করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্তমানে বন্ধ ওই ডাচ জাদুঘর

করোনাভাইরাসের জেরে বন্ধ রয়েছে পৃথিবীর সমস্ত বিখ্যাত জাদুঘর বা স্মৃতিসৌধ। আর এই সুযোগেই বন্ধ মিউজিয়াম থেকে চুরি গেল শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের (Vincent van Gogh) এক বহুমূল্য চিত্র। করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্তমানে বন্ধ থাকা ওই ডাচ জাদুঘর (Singer Laren museum) থেকে ৫ মিলিয়ন ইউরো মূল্যের ওই ছবি চুরি হয়ে গিয়েছে। দ্য গার্ডিয়ান সূত্রের খবর, রবিবার রাত্রি ৩.১৫ নাগাদ লরেনের সিঙ্গার লরেন জাদুঘরের সামনের কাঁচের দরজা ভেঙে চোররা ভ্যান গগের ‘পার্সোনেজ গার্ডেন অ্যাট নিউনেন ইন স্প্রিং' (Parsonage Garden at Neunen in Spring) ছবিটি চুরি করে নিয়ে যায়। তবে, আশা করা হচ্ছে অন্য কোনও শিল্প চুরি যায়নি। চুরির সঙ্গে সঙ্গেই বার্গ্লার অ্যালার্ম বাজলেও পুলিশ আধিকারিকরা আসার আগেই চোররা পালিয়ে যায়।

ইউটিউবে প্রচারিত এক সাংবাদিক সম্মেলনে জাদুঘরের পরিচালক জ্যান রুডল্ফ ডি লর্ম বলেন যে, গ্রনিঞ্জার মিউজিয়াম থেকে ঋণে নেওয়া হয় ওই চিত্রকর্মটি। সেই বিখ্যাত ছবিটিই চুরি যাওয়ায় তিনি ‘মারাত্মক হতাশ'! ১৬৭ বছর আগে যে দিন জন্মেছিলেন ভ্যান গগ, অর্থাৎ ৩০ মার্চই চিত্রকর্মটি চুরি গিয়েছে।

ডি লর্ম বলেন, “আমাদের অন্যতম সেরা চিত্রশিল্পীর একটি সুন্দর এবং অসামান্য চিত্রকর্ম চুরি গিয়েছে... অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে পেতেই হবে ছবিটি।” করোনাভাইরাস বিস্তার রোধের জাতীয় পদক্ষেপ হিসেবেই ১২ মার্চ জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

উত্তর ডাচ শহর গ্রনিঞ্জেনে অবস্থিত গ্রনিঞ্জার জাদুঘর এক বিবৃতিতে জানিয়েছে: “১৮৮৪ সালে আঁকা হয় ওই ছবিটি। তেলরঙে আঁকা ওই ছবিটি গ্রনিঞ্জার জাদুঘরের সংগ্রহে থাকা ভ্যান গগের একমাত্র চিত্রকর্ম।

১৮৮৩ থেকে ১৮৮৪ সালের মধ্যে ভ্যান গগ নুয়েনেন শহরে শিল্পীর বাবা মায়ের সঙ্গে ছিলেন, সেই সময়েই তিনি এই ছবির সিরিজগুলি আঁকেন। সিঙ্গার লরেন জাদুঘরের জেনারেল ম্যানেজার এভার্ট ভ্যান ওস জানান জাদুঘরের সুরক্ষা ব্যবস্থায় আরও কড়া নজর দেওয়া হয়েছে। এক বিবৃতিতে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় অপরাধ তদন্ত বিভাগের শিল্প ডাকাতি বিশেষজ্ঞরা তদন্তে সহায়তা করবেন। চিত্রকর্মটি ইন্টারপোলের চুরি যাওয়া চিত্রকর্মের আন্তর্জাতিক তালিকায় যুক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement