This Article is From Mar 21, 2020

সরকারের 'না' উপেক্ষা করেই কলকাতায় খোলা একাধিক বিনোদন পার্ক

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল! নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কলকাতায় রমরমিয়ে খোলা একাধিক বিনোদন পার্ক!

সরকারের 'না' উপেক্ষা করেই কলকাতায় খোলা একাধিক বিনোদন পার্ক

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল! নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কলকাতায় রমরমিয়ে খোলা একাধিক বিনোদন পার্ক! (ফাইল ছবি)

হাইলাইটস

  • সরকারি বিধি উপেক্ষা করিয়ে শহরে রমরমিয়ে চলছে বিনোদন পার্ক
  • সতর্ক করা হবে জানালেন রাজ্যের মন্ত্রী
  • নির্দেশিকা পাইনি, বলছে অনেক পার্ক
কলকাতা:

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল! নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কলকাতায় রমরমিয়ে খোলা একাধিক বিনোদন পার্ক (Amusement Park)! এমনটাই বলছে নাগরিক সমাজ। করোনা ঠেকাতে (COVID-19) গণজমায়েত হতে পারে এমন কয়েকটি ক্ষেত্র বন্ধ রাখতে নির্দেশ পাঠিয়েছে নবান্ন। তারপরেও দিব্যি চলছে নিক্কো পার্ক, অ্যাকোয়াটিকা, মিলেনিয়াম পার্ক (Milenium Park) আর নিউ টাউনের ইকোপার্ক। তবে নির্দেশিকা পেয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তালা ঝোলানো হয়েছে। বাতিল করা হয়েছে উচ্চমাধ্যমিক ও আইসিএসই পরীক্ষা। যদিও আশার খবর, বিনোদন পার্ক গুলো খোলা থাকলেও, সেভাবে নেই জমায়েত। এ বিষয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিষ সেন বলেছেন, ইকো পার্ক বন্ধ রাখার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। নিক্কো পার্কের তরফে বলা হয়েছে, সরকার পরিচালিত কোনও পার্ক এখনও বন্ধ করা হয়নি। আসেনি কোনও সরকারি নির্দেশিকা।তাই পার্কে খোলাই থাকছে। বরং একটু আগে বন্ধ করা হচ্ছে। 

করোনায় নয়া নিদান, ঘরে গেঞ্জির কাপড়ে মুখ ঢাকার পরামর্শ মমতার

জানা গিয়েছে নিক্কো পার্কের মূল প্রবেশদ্বারের বাইরে থার্মাল স্ক্রিনিং বসানো হয়েছে। পরীক্ষা করেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সব নাগরিককে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে আর প্রতিদিন নিয়ম করে ফুড কোর্ট আর রাইডগুলো স্যানিটাইজ করা হচ্ছে। অ্যাকোয়াটিকার এক আধিকারিক বলেছেন, খোলা থাকবে সেই পার্কও। রাজ্যের এক মন্ত্রী এই বিষয়ে পিটিআইকে বলেছেন, যারা নির্দেশিকা উপেক্ষা করে পার্ক খোলা রাখছে, তাদের সতর্ক করা হবে। ইকো পার্ক আর ইলিয়ট পার্ক খোলা রাখা হচ্ছে, কারণ ওখানে অনেক নাগরিক প্রাতঃ এবং সান্ধ্যভ্রমণ করতে যান। 

করোনা দানবের হানা এবার জেলাতেও! আক্রান্ত হাবড়ার তরুণী, রাজ্যে এই নিয়ে ৩

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শনিবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ২৫৮ জনে পৌঁছেছে, দেশটির বিভিন্ন এলাকা থেকে নতুন করে এই মহামারীর শিকার হয়েছেন আরও ৩৫ জন। শুক্রবার একদিনেই এখনও পর্যন্ত সর্বাধিক ৬৩ টি করোনা আক্রান্তের সন্ধান মেলে। ফলে মানুষের মনেও বাড়ছে এই মারণ ভাইরাসের ত্রাস। সরকারি তথ্য অনুসারে, ২৫৮ জন করোনা আক্রান্তের মধ্যে মোট ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে ইতালি থেকে এদেশে আসা ১৭ জন, ফিলিপাইনের ৩ জন, ব্রিটেনের ২ জন এবং কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১ জন করে নাগরিকের শরীরে মিলেছে ওই সংক্রমণের প্রমাণ। ভারতে এখনও পর্যন্ত ২৩ জন এই রোগ থেকে সেরে উঠেছে। অন্যদিকে দিল্লি, কর্ণাটক, পাঞ্জাব এবং মহারাষ্ট্র মিলিয়ে মোট ৪ জন এই রোগের কারণে মারা গেছেন।

মহারাষ্ট্রে ৩ বিদেশি সহ মোট আক্রান্ত ৫২ জন, COVID-19 সংক্রমণে ৭ বিদেশি সহ ৪০ জন আক্রান্ত কেরলে। 

দিল্লিতে ২৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যার মধ্যে ১ জন বিদেশি রয়েছেন এবং উত্তরপ্রদেশেও ১ জন বিদেশি সহ আক্রান্ত ২৪ জন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.