এই ঘটনায় বুধবার বারো ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।
হাইলাইটস
- ইসলামপুরে গোলমালের ঘটনায় বহিরাগতদের হাত দেখছেন রাজ্যের শিক্ষামন্ত্রী
- বহিরাগতরা সংগঠিত ভাবে গোলমাল পাকিয়েছেন বলে মনে করেন পার্থ
- জেলা পরিদর্শকদের উদ্দেশে কড়া নির্দেশ দিল শিক্ষা দপ্তর
কলকাতা: উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোলমালের ঘটনায় বহিরাগতদের হাত দেখছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বহিরাগতরা সংগঠিত ভাবে গোলমাল পাকিয়েছেন বলে মনে করেন পার্থ। তিনি জানান আমরা চাই স্কুলে পঠন পাঠনের পরিবেশ ফিরে আসুক।
কিন্তু যে কায়দায় ভাঙচুর হয়েছে তা স্কুল ছাত্রদের হতে পারে না। এই কাজের সঙ্গে অবশ্যই বহিরাগতরা জড়িয়ে আছে। মন্ত্রী জানান গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কোনও অপরাধীকেই ছাড়া হবে না। দাঁড়িভিটের স্কুলের গোলমালের শুরু চাহিদামতো বিষয়ের শিক্ষক না পাওয়া ঘিরে। সংস্কৃত এবং উর্দু বিষয়ের শিক্ষক পৌঁছে গেলেন। কিন্তু এই দুটি বিষয়ের শিক্ষকের প্রয়োজন ছিল না।
কোন স্কুলে কোন বিষয়ের শিক্ষক দরকার তা ঠিক করার দায়িত্ব জেলা পর্যবেক্ষকদের। তাঁর পাঠানো সুপারিস মেনেই কাজ করে। এই ঘটনার পর উত্তর দিনাজ পুরের জেলা পরিদর্শকের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তাঁকে সাসপেন্ড করেছে সরকার। এবার বাকি জেলা পরিদর্শকদের উদ্দেশে কড়া নির্দেশ দিল শিক্ষা দপ্তর। তাতে বলা হয়েছে আগামী মাসের 5 তারিখের মধ্যে সবাইকে নিজের নিজের জেলার স্কুলে পরিদর্শন সেরে ফেলতে হবে। কোনও সমস্যা থাকলে সেকথা সরাসরি প্রশাসনকে জানাতে হবে।
এদিকে এই ঘটনায় বুধবার বারো ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। তবে সেদিন বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না বলে জানান পার্থ। কিন্তু বনধের মানুষের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন বনধ সর্বাত্মক চেহারা নেবে।