This Article is From Sep 02, 2018

পঞ্চায়েতের বোর্ড তৈরিকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষ দুর্ভাগ্যজনক, মত কেন্দ্রীয় মন্ত্রীর

পঞ্চায়েতের বোর্ড তৈরিকে কেন্দ্র করে  হওয়া সংঘর্ষকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

পঞ্চায়েতের বোর্ড তৈরিকে কেন্দ্র করে  হওয়া সংঘর্ষ দুর্ভাগ্যজনক, মত কেন্দ্রীয় মন্ত্রীর

তৃণমূলকে নাম না করে বিঁধলেন এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা।

কলকাতা:

পঞ্চায়েতের বোর্ড তৈরিকে কেন্দ্র করে  হওয়া সংঘর্ষকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কেন্দ্রীয়মন্ত্রী বলেন, গণতন্ত্রে নির্বাচন এবং এ সংক্রান্ত প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ হওয়া উচিত। কিন্তু এ রাজ্যে যেভাবে দীর্ঘদিন ধরে সন্ত্রাস চলছে এবং বিরোধী দলের সদস্যদের প্রাণ যাচ্ছে তা দুর্ভাগ্যজনক। শুধু তাই নয় এই ভোটে বিরোধী দলের নেতানেত্রীদের অনেককে অংশ নিতেও দেওয়া হয়নি। বোর্ড গঠনকে কেন্দ্র করে আমডাঙা বা মালদার মতো জায়গায় সংঘর্ষ হয়েছে। ঝরেছে প্রাণ। এমনকী পুরুলিয়ার জয়পুরে বিজেপি কর্মীকে খুন পর্যন্ত হতে হয়েছে বলে দাবি উঠেছে। 

এরই প্রেক্ষিতে তৃণমূলকে নাম না করে বিঁধলেন এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা। তিনি বলেন, "গণতন্ত্রে বিরোধিতা করার অধিকার আছে। কিন্ত. তা সত্ত্বেও যখন বিরোধী দলের সদস্যদের খুন হতে হয় সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।"   

 

.