শুক্রবার দুপুরে রাজ্যব্যাপী জারি নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ পথে নেমে আসে।
লখনউ: নাগরিকত্ব আইনের (Citizenship Act) প্রতিবাদে আবারও উত্তাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রাজ্যের ১২টি জেলায় শুক্রবার দুপুরে রাজ্যব্যাপী জারি নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ পথে নেমে আসে। অভিযোগ, প্রতিবাদীরা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পাথরও ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়তে থাকে। মীরাট, মুজাফফনগর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড়, ফারাক্কাবাদে অশান্তির কথা জানা গিয়েছে। প্রায় দু'মিনিটের ভিডিওতে শুক্রবার গোরক্ষপুরে হওয়া হওয়া অশান্তির দৃশ্য দেখা গিয়েছে। ভিডিওটি অনলাইনে পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। ভিডিওতে পুলিশকে দেখা গিয়েছে রায়ট গিয়ার পরিহিত অবস্থায়। প্রতিবাদীদের পাথর ছুঁড়তে দেখা গিয়েছে ভিডিওতে। পুলিশের উপরে চিৎকার করতেও দেখা গিয়েছে। প্রথমে পুলিশকে চুপ করে থাকতে দেখা গেলেও পরে তাদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা গিয়েছে।
বুলন্দশহরে একটি পুলিশ জিপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে দুপুর ৩টে থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
এদিকে লখনউতে শুক্রবার কড়া নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছে। গত বৃহ্স্পতিবার সেখানে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে একজনের মৃত্যু হয়। গত ৯ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে রাজ্যে। ওইদিনই সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় দিয়েছিল।
রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ-বিক্ষোভ দেখা গিয়েছে। উত্তর-পূর্বের রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ সহ বহু রাজ্যেই মানুষ সরব হয়েছেন নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করে। বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছে। নতুন আইনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীরা, যাঁরা ২০১৫ সালের আগে এদেশে এসেছেন তাঁদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগদানের কথা বলা হয়েছে।