தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 19, 2019

'এলিয়ান' না 'ভূত'! চোরা কুঠুরিতে ওরা কারা?

১২ মিলিয়ান ভিউয়ার্সের একরাশ প্রশ্ন, ওরা কারা? কেউ বলছেন এলিয়ানস (aliens) রা এসেছে গল্পের পাতা থেকে। কারোর মতে. ওরা ভূত! 

Advertisement
অফবিট Edited by

একজোজ়া ভুতূড়ে প্যাঁচা

ফ্যাকাশে সাদা শরীরে ইয়া ব্বড় দুটো চোখ! বাড়ির মাথার ওপর আধভাঙা চোলাকুঠুরির এক কোণে দাঁড়িয়ে। ড্যাবডেবিয়ে তাকিয়ে রয়েছে। যিনিই দেখবেন, তাঁরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। ২০১৭-র এই ভিডিও ১৯-এ এসে ফের ভাইরাল। ১২ মিলিয়ান ভিউয়ার্সের একরাশ প্রশ্ন, ওরা কারা? কেউ বলছেন এলিয়ানস (aliens) রা এসেছে গল্পের পাতা থেকে। কারোর মতে. ওরা ভূত! 

সোশ্যাল দুনিয়ায় ভাইরাল ভুতুড়ে বাচ্চার ছবি, গায়ের রঙ নীল, জ্বলছে চোখ!

এরই মধ্যে টুইটারেত্তি ড্যানিয়েল হল্যান্ড লিখেছেন,  "এলিয়ান কিনা তাই নিয়ে সন্দেহ আছে। দেখাতে অনেকটা ছিক প্যাঁচার মতো। সাদা প্যাঁচা। এরা কোনোভাবেই অন্য গ্রহের বাসিন্দা নন।" দেখুন ভিডিও:

Advertisement

অনলাইনে শেয়ার হওয়া ভিডিওর ১২.৩ মিলিয়ন ভিউয়ার্স এবং ১ লক্ষেরও বেশি রিট্যুইটারের মধ্যে বেশির ভাগের দাবি, এগুলো ছানা প্যাঁচা। আচমকা আলো দেখে কেমন ঘাবড়ে গেছে দেখুন!

Advertisement

ডেইলি মেইলের মতে, ভিডিওটি দু'বছর আগে তোলা অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি নির্মীয়মান বাড়িতে নেওয়া হয়েছিল। ভিডিওতে দেখানো বরফ সাদা প্রাণী দুটি প্যাঁচা। এবং তারা একেবারে না ছানা না পূর্ণবয়স্ক। মোটেই ভাবতে পারেনি, আচমকা মানুষ এসে হানা দেবে তাঁদের রাজত্বে। তাই হঠাৎ আলোর ঝলকানি আর মানুষের সাড়া পেয়ে যুগলে রিতিমতো হতভম্ব।

কুকুরকে 'কথা' বলতে শেখান এই মহিলা, দেখুন সেই আশ্চর্য কাণ্ডকারখানা!

Advertisement

নেহেরু জুলজিকাল পার্কের কিউরেটর শিবানী ডংগ্রি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পানপাতা মতো মুখ আর সাদা পা বুঝিয়ে দিচ্ছে ওরা প্যাঁচা। মাটিতে দাঁড়ানো অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছে। তাই ডানা দেখা যাচ্ছে না। উড়ন্ত অবস্থায় ভিডিওয় ধরলে ডানা দেখা যেত।

Advertisement