தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 30, 2019

কেমোফ্লেজে চিতা! দেখুন তো চোখের সামনে থাকা চিতাবাঘকে খুঁজে পাচ্ছেন কিনা!

Camouflaged big cat: কেমোফ্লেজে বাদামী প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চিতাকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন- যদিও একদম চোখের সামনেই রয়েছেন এই বাঘবাবাজি!।

Advertisement
অফবিট Edited by

কেমোফ্লেজে একদম চোখের সামনেই রয়েছেন এই বাঘবাবাজি!।

রুক্ষ শুষ্ক জমি, তাতে নাকি লুকিয়ে রয়েছে চিতাবাঘ! প্রকৃতির কেমোফ্লেজে লুকনো চিতাবাঘ (camouflaged big cat) খুঁজতে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছেন নেটজেনরা। শুক্রবার, বেলা ল্যাক নামের এক টুইটার ব্যবহারকারী ছবিটি মাইক্রোব্লগিং ওয়েবসাইটে শেয়ার করেছেন এবং এতে লুকানো চিতাবাঘটিকে খুঁজতে বলেছেন। শিকার ধরতে বা আত্মরক্ষার্থে বারেবারেই পশুপাখিরা ছদ্মবেশ নিয়ে থাকে। রঙ গড়ন বদলে প্রকৃতিতে এমনভাবে মিশে থাকে তাঁরা যে বোঝা দায়। এই ছবিটিও জঙ্গলে বাঘের একটি দুরন্ত ছদ্মবেশকেই তুলে ধরেছে।

 হিমাচলে রুক্ষ পাহাড়ে বরফের মাঝে ‘ছদ্মবেশে' তুষারচিতা! ভাইরাল হল এই ছবি

কেমোফ্লেজে বাদামী প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চিতাকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন- যদিও একদম চোখের সামনেই রয়েছেন এই বাঘবাবাজি!। আপনি কি চিতাবাঘ দেখতে পাচ্ছেন?

ছদ্মবেশী চিতা কি দেখতে পেয়েছেন আপনি? যদি না পেয়ে থাকেন, জানবেন আপনি একা নন বহু মানুষই ছবি থেকে চিতাকে খুঁজে পেতে গলদঘর্ম হয়েছেন।

Advertisement

ছবিটিতে প্রায় ৬,০০০ টি ‘লাইক' পড়েছে এবং বিভিন্ন মানুষ নানা ধরণের মন্তব্যও করেছেন।

কিছু টুইটার ব্যবহারকারী অবশ্য চিতাবাঘ কোথায় ঘাপটি মেরে রয়েছে তা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। এক নজর দেখে নিন:

মৃত ভেবে ছবি তুলতে যেতেই ঝাঁপ দিল চিতাবাঘ!

এখনও কি দেখতে পাচ্ছেন না? এক ব্যক্তি অবশ্য এই চিতাবাঘের একটি রূপরেখা ভাগ করে নিয়েছেন

In fact, a few eagle-eyed Twitter users managed to find not just one, but two leopards hidden in the pic.

কয়েকজন আবার একটি নয়, দুই খানা লুকানো চিতাবাঘকে খুঁজে পেয়েছেন ছবিটিতে।

এবং আরও অনেকেই গোপনে-লুকানো চিতাবাঘের ছবিও শেয়ার করেছেন।

Advertisement

এমনতর ঘটনা অবশ্য প্রথম নয়! কেমোফ্লেজে লুকিয়ে থাকা চিতার ছবি আগেও ভাইরাল হয়েছে এবং সত্যিই প্রকৃতিতে মিশে থাকা ওই চিতাবাঘদের খুঁজে বের করতে রীতিমতো মাথার চুল ছিঁড়তে হবে আপনাকে। মে মাসে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় একটি তুষার চিতাবাঘের ছবি ভাইরাল হয়েছিল।

Advertisement