This Article is From Jun 04, 2019

ভাইরাল: ছবিতে লুকিয়ে ৪০টি ভারতীয় বিজ্ঞাপন?

এই ছবিতে ৪০টি ভারতীয় বিজ্ঞাপন লুকিয়ে! আপনি কটা খুঁজে পেলেন?

ভাইরাল: ছবিতে লুকিয়ে ৪০টি ভারতীয় বিজ্ঞাপন?

ছবিতে ৪০টি ভারতীয় বিজ্ঞাপন লুকিয়ে!

হাতে আঁকা একটা ছবি জাস্ট শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জি মেল্ট (ZeeMelt)-এর আঁকা এই ছবিতে নাকি ৪০টি  ভারতীয় বিজ্ঞাপন লুকিয়ে! আমাদের অতিপ্রিয় আমূল গার্ল (Amul girl) থেকে ধারার জিলেবি বয় (Dhara's jalebi boy)--- সবাই নাকি হাজির এই ছবিতে। একদম নতুন ধরনের এক ধাঁধাঁর হদিশ পেয়ে দারুণ খুশি নেটিজেনরা। হামলে পড়ে সবাই খুঁজতে ব্যস্ত, সেই সব ভীষণ চেনা বিজ্ঞাপনগুলোকে। বিশেষ করে যাঁরা আট ('80s) বা নয়ের দশকের ('90s), তাঁদের আগ্রহই নাকি তুঙ্গে। সোশ্যালে ভাইরাল এই ছবি নাকি তাঁদের চেনা মুখের সন্ধান দিয়ে, ডাউন মেমরি লেন দিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে হারানো দিনে।

ছবিটি প্রথম ভাইরাল হয় ট্যুইটারে (Twitter after)। প্রথম দেখাতেই হাজার লাইকস ('likes') পেয়ে যায় সেই ছবি

দেখে নিন সেই হিয়া নস্টাল করা ছবি:

নেটিজেনদের পাশাপাশি এই মুহূর্তে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটগুলোও (microblogging website)ছবিতে বিজ্ঞাপন খুঁজতে ব্যস্ত। বাকিরা মন খুলে প্রশংসা করছেন শিল্পীর। একটা ছবিতে ৪০টি বিজ্ঞাপনকে জায়গা করে দেওয়া কি চাট্টিখানি কথা!

অনেকে আবার ছবিটা কিনে ফেলারও চেষ্টা করছেন।

অনেকেই ধন্যবাদ জানিয়েছেন শিল্পীকে, এমন অভূতপূর্ব আঁকা উপহার দেওয়ার জন্য।

আপনিও কি খুঁজতে শুরু করেছেন? কটা বিজ্ঞাপন খুঁজে পেলেন এখনও পর্যন্ত?

.