Read in English
This Article is From Nov 07, 2019

কানে তীব্র যন্ত্রণা! এই ব্যক্তির কানের ভিতর থেকে উদ্ধার হ’ল ১০ টিরও বেশি আরশোলা!

কানের ব্যথায় তিষ্ঠোতে না পেরে শেষ পর্যন্ত এলভি হুইজহউ শহরের সানহে হাসপাতালে যান। সেখানে একজন চিকিৎসক তাঁর কান পরীক্ষা করে কানের ভিতর থেকে ১০ টিরও বেশি আরশোলার বাচ্চা খুঁজে বের করেন।

Advertisement
অফবিট Edited by

এলভির কানের কাছে একটা টর্চ জ্বালতেই দেখা যায় ভেতরে একটা বড়সড় আরশোলা!

কানে ময়লা ঢুকে পড়ে, মশা বা মাছি ঢুকে পড়াটাও অস্বাভাবিক কিছুই না! কিন্তু তাবলে আরশোলা! অবাক শোনালেও চিনের এক ব্যক্তির সঙ্গে এমনতাই ঘটেছে। কানের তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েই আত্মারাম প্রায় খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কানের ভিতরে বাসা বেঁধেছে আরশোলার আস্ত পরিবার । সূত্রের খবর, ২৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এলভি। বেশ কিছুদিন ধরেই ডান কানে তীব্র ব্যথার কারণে রাতে ঘুমোতে পারতেন না তিনি। সম্প্রতি তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় তাঁর। ঘুম থেকে জেগে উঠে তার পরিবারের সদস্যদের কানে আলো দিয়ে দেখতে বলেন কিছু দেখা যাচ্ছে কিনা। ফক্স নিউজ জানিয়েছে, এলভির কানের কাছে একটা টর্চ জ্বালতেই দেখা যায় ভেতরে একটা বড়সড় আরশোলা! 

আরও পড়ুনঃ উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি! মাথা গোঁজার জন্য হোটেল পাচ্ছেন না এই আফগান ক্রিকেট ফ্যান

কানের ব্যথায় তিষ্ঠোতে না পেরে শেষ পর্যন্ত এলভি হুইজহউ শহরের সানহে হাসপাতালে যান। সেখানে একজন চিকিৎসক তাঁর কান পরীক্ষা করে কানের ভিতর থেকে ১০ টিরও বেশি আরশোলার বাচ্চা খুঁজে বের করেন।

Advertisement

চিকিৎসক ঝং ইজিন বলেন, “তিনি বলেছিলেন যে তাঁর কানের প্রচুর ব্যথা হচ্ছে। যেন কানের মধ্যে কেউ আঁচড়ে দিচ্ছে বা কানের মধ্যে কিছু সুড়সুড় করছে। এতে প্রচুর অস্বস্তি হচ্ছিল তাঁর।” তিনি আরও বলেন, “আমি তাঁর কানের ভিতরে ১০ টিরও বেশি আরশোলার বাচ্চা আবিষ্কার করেছি। ওরা ইতিমধ্যেই কানের ভিতরে চারপাশে দৌড়ে বেড়াচ্ছিল।"

আরও পড়ুনঃ Viral: টিকিট কেটে ট্রেনে চেপেছে টাট্টু ঘোড়া? নতুন সহযাত্রীকে নিয়ে উচ্ছ্বসিত ট্রেনযাত্রীরা

Advertisement

একটি টুইজারের সাহায্যে আরশোলার বাচ্চাগুলিকে কানের ভিতর থেকে বের করে আনা হয়। ঠিক কতদিন ধরে আরশোলার বাচ্চারা ওখানে বাসা বেঁধেছিল তা পরিষ্কার নয়। চিকিৎসক এলভিকে একটি মলম দেন।

ডাঃ ইজিন স্থানীয় গণমাধ্যমকে জানান যে এলভির অভ্যাস ছিল নিজের বিছানার পাশেই আধ খাওয়া খাবারের প্যাকেট রেখে দিতেন। সম্ভবত পোকামাকড় এবং আরশোলা ওই খাবার খেয়ে এলভির কানের ভিতরে ঢুকে যেত।

Advertisement

গত বছর, ফ্লোরিডায় এমনই এক অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল এক মহিলার সঙ্গে। তার কানের মধ্যে নয় দিন ধরে সংসার পেতে বসেছিল এক আরশোলা।

Advertisement