বিবাহ বার্ষিকীতে রোমান্টিক মুডে Madhuri Dixit
হাইলাইটস
- বিবাহ বার্ষিকীতে রোমান্টিক মুডে Madhuri Dixit
- মাধুরীর ২০ তম বিবাহ বার্ষিকীর ছবি
- মাধুরী দীক্ষিতের ফটো ভাইরাল
নিউ দিল্লি: বলিউডের কালজয়ী অভিনেত্রী হিসাবে আমরা যাদের নাম করতে পারি, তাদের মধ্যে প্রথম সারিতে স্থান করে নিয়েছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। প্রথম থেকেই তিনি নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। রুপালি পর্দার জগৎ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিলেও আজ আলাদা ভাবেই চোখে পড়েন তিনি। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী সম্প্রতি তার বিবাহ বার্ষিকীর জন্য বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এই ফটো গুলিতে শ্রীরাম নেনের (Sriram Nene) সাথে খুবই রোমান্টিক মুডে দেখা যাচ্ছে মাধুরীকে। দুটি ফটো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে।
'শ্রীদেবী বাংলো' নিয়ে বিতর্ক ভিত্তিহীন: প্রিয়াংশু চট্টোপাধ্যায়
অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ও তার স্বামী ড. নেনে (Sriram Nene) আজকাল স্পেশাল ছুটি কাটাতে ব্যস্ত। কোয়ালিটি টাইম কাটানোর সাথে সাথে নিজেদের ২০ তম বিবাহ বার্ষিকীর ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। ড. নেনের গালে চুম্বন করছেন মাধুরী, সেই ছবি শেয়ার করার সাথে সাথে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এই ফটোটি শেয়ার করার সাথে সাথে তিনি লেখেন,''সোলমেটস ফরএভার'', এছাড়াও মাধুরী তাদের দুজনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তার শেয়ার করা ছবি গুলিতে তাদের যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনি বলে দিচ্ছে তাদের গভীর সম্পর্কের কথা। এই ছবি শেয়ার করার সময় অভিনেত্রী লিখেছিলেন, ''বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ড. নেনে। এমনি আনন্দ পালনের জন্য এখনও বেশ কিছু বছর পরে আছে।''
দেখুন শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, মীরা রাজপুতদের Karwa Chauth পালনের ছবি
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৮ ই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ড. নেনে ও মাধুরী। শুধুমাত্র বিবাহ বার্ষিকী উপলক্ষ্যেই নয়, প্রায়ই ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। আপনারা শেষবারের মতো 'কলঙ্ক'-এ দেখতে পেয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। এছাড়া নাচের রিয়ালিটি শো ডান্স দিবানে তে তাকে বিচারকের আসনে দেখা যায়।