This Article is From Oct 18, 2019

মাধুরী দীক্ষিতের ২০ তম বিবাহ বার্ষিকী, স্বামীর সাথে কাটানো বেশ কিছু মুহূর্তের Photo ভাইরাল

বলিউডের কালজয়ী অভিনেত্রী হিসাবে আমরা যাদের নাম করতে পারি, তাদের মধ্যে প্রথম সারিতে স্থান করে নিয়েছেন Madhuri Dixit

মাধুরী দীক্ষিতের ২০ তম বিবাহ বার্ষিকী, স্বামীর সাথে কাটানো বেশ কিছু মুহূর্তের Photo ভাইরাল

বিবাহ বার্ষিকীতে রোমান্টিক মুডে Madhuri Dixit

হাইলাইটস

  • বিবাহ বার্ষিকীতে রোমান্টিক মুডে Madhuri Dixit
  • মাধুরীর ২০ তম বিবাহ বার্ষিকীর ছবি
  • মাধুরী দীক্ষিতের ফটো ভাইরাল
নিউ দিল্লি:

বলিউডের কালজয়ী অভিনেত্রী হিসাবে আমরা যাদের নাম করতে পারি, তাদের মধ্যে প্রথম সারিতে স্থান করে নিয়েছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। প্রথম থেকেই তিনি নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। রুপালি পর্দার জগৎ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিলেও আজ আলাদা ভাবেই চোখে পড়েন তিনি। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী সম্প্রতি তার বিবাহ বার্ষিকীর জন্য বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এই ফটো গুলিতে শ্রীরাম নেনের (Sriram Nene) সাথে খুবই রোমান্টিক মুডে দেখা যাচ্ছে মাধুরীকে।  দুটি ফটো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে।  

'শ্রীদেবী বাংলো' নিয়ে বিতর্ক ভিত্তিহীন: প্রিয়াংশু চট্টোপাধ্যায়

Soulmates forever @drneneofficial #20Years

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ও তার স্বামী ড. নেনে (Sriram Nene) আজকাল স্পেশাল ছুটি কাটাতে ব্যস্ত। কোয়ালিটি টাইম কাটানোর সাথে সাথে নিজেদের ২০ তম বিবাহ বার্ষিকীর ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। ড. নেনের গালে চুম্বন করছেন মাধুরী, সেই ছবি শেয়ার করার সাথে সাথে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এই ফটোটি শেয়ার করার সাথে সাথে তিনি লেখেন,''সোলমেটস ফরএভার'', এছাড়াও মাধুরী তাদের দুজনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তার শেয়ার করা ছবি গুলিতে তাদের যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনি বলে দিচ্ছে তাদের গভীর সম্পর্কের কথা।  এই ছবি শেয়ার করার সময় অভিনেত্রী লিখেছিলেন, ''বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ড. নেনে। এমনি আনন্দ পালনের জন্য এখনও বেশ কিছু বছর পরে আছে।'' 

দেখুন শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, মীরা রাজপুতদের Karwa Chauth পালনের ছবি

দীপিকা, প্রিয়াঙ্কা, নুসরত... আর কোন কোন সেলেব প্রথম পালন করছেন করবা চৌথ?

Elated to announce our film banner, @rnmmovingpictures, next project, #Panchak It's a fantastic and hilarious take on belief & superstitions for the whole family. Sending my best wishes to our team as they start shooting today! निर्माती म्हणून अजून एक रोमांचक चित्रपट "पंचक" तुमच्यासाठी घेऊन येत आहोत, पांचकच्या संपूर्ण टीमला माझ्या कडून खूप खूप शुभेच्छा| . . @drneneofficial #JayantJathar @adinathkothare @tejashripradhan @ingale_anand @mi_nandita #BharatiAcharekar @bappajoshi27 #SatishAlekar @sagartalashikar #DiptiDevi #AshishKulkarni #NitinVidya #UmeshAjgaonkar

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৮ ই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ড. নেনে ও মাধুরী। শুধুমাত্র বিবাহ বার্ষিকী উপলক্ষ্যেই নয়, প্রায়ই ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। আপনারা শেষবারের মতো 'কলঙ্ক'-এ দেখতে পেয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। এছাড়া নাচের রিয়ালিটি শো ডান্স দিবানে তে তাকে বিচারকের আসনে দেখা যায়।   

.