দাবানলের অত্যন্ত মর্মান্তিক একটা ছবি সম্প্রতি সোশাল সাইটে ছড়িয়েছে।
হাইলাইটস
- গত প্রায় ৪ মাস ধরে পুড়ছে অস্ট্রেলিয়ার বনসম্পদ।
- এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৫০০ মানুষ গৃহহীন।
- জানা গেছে ৫০০-র বেশি বন্যপ্রাণ মারা গিয়েছে।
নয়াদিল্লি: বেদনাদায়ক বললেও ভুল হবে! অস্ট্রেলিয়ার (Australia) দাবানলের অত্যন্ত মর্মান্তিক একটা ছবি সম্প্রতি সোশাল সাইটে ছড়িয়েছে। যে ছবিতে দেখা গিয়েছে, তারের জালে আটকে জীবন্ত দগ্ধ এক ক্যাঙ্গারুর ছানা (Baby Kangaroo)। প্রথম এই ছবিটা ভেটপো নামে এক সংস্থা ইনস্টাগ্রাম (Instagram) পেজে শেয়ার করা হয়েছে। যার নীচে লেখা, দেখুন কী মর্মান্তিক! এটা আসল ছবি। এই ক্যাঙ্গারুর ছানা আগুনের হাত থেকে বাঁচতে পালাতে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ও তারের জালে জড়িয়ে যায়। আর জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
ওই পেজে আবেদন: বন্যপ্রাণ রক্ষায় আমাদের নজর দিতেই হবে। আমরা বন্যপ্রাণের এই কষ্ট বুঝতে পারছি না। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।সেভেন নিউজের খবর, অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবীমার টাকার দিতে উদ্যোগী হয়েছে সরকার। পোড়া শস্য ও মৃত গবাদি পশুর ছবি তুলে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি যেসব বন্যপ্রাণ ও গবাদি পশু এই দাবানল থেকে রেহাই পেয়েছে, তাদের ছবিও তুলে পাঠাতে বলা হয়েছে।
গত প্রায় ৪ মাস ধরে পুড়ছে অস্ট্রেলিয়ার বনসম্পদ। আগুনের তীব্রতা এতটাই যে তা শহরের দিকে এগোতে শুরু করেছে। ফলে কয়েকজন মানুষের মৃত্যুর খবর মিলেছে। কয়েক হাজার মানুষ গৃহহীন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর দাবি করেছে, এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৫০০ মানুষ গৃহহীন। জানা গেছে ৫০০-র বেশি বন্যপ্রাণ মারা গিয়েছে। দাবানলের তীব্রতা এতটাই যে, আগুনের গ্রাসে সে দেশের গোটা বন্যপ্রাণের অস্তিত্ব মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবিত হতে পারে বাস্তুতন্ত্র, দাবি বিশেষজ্ঞদের।
Click for more
trending news