Read in English
This Article is From Apr 24, 2020

রাস্তায় শুয়েই দিব্যি ঘুম! দুই পুলিশের কীর্তিতে অভিবাদন নেট দুনিয়ার

গত মার্চে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দেশবাসী করোনা যোদ্ধাদের অভিবাদন জানিয়েছিলেন। একাধিক করোনা যোদ্ধার আপসের ছবি কিংবা ভিডিও, ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে

Advertisement
অফবিট Edited by

ভাইরাল এক ছবিতে দেখা গিয়েছে দু'জন পুলিশ মাটিতে শুয়ে আছেন।

Highlights

  • রাস্তা শুয়েই দিব্যি ঘুম দুই পুলিশকর্মীর! ছবি ভাইরাল করে অভিবাদন আইপিএস-এর
  • করোনা যোদ্ধা বলে আখ্যা দেওয়া হয়েছে এই দুই পুলিশকর্মীদের
  • অভিবাদন জানিয়েছে নেট দুনিয়াও

এমন একটা বিছানায় আট ঘণ্টার ঘুম এখন বিলাসিতা! অরুণাচল প্রদেশ পুলিশের এক আইপিএস-এর পোস্ট করা ছবিতে এমনই প্রসঙ্গের উল্লেখ। টুইটারে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে, দুই পুলিশকর্মী শরীরে শ্রান্তি নিয়ে রাস্তায় গা এলিয়ে দিয়েছেন। সেভাবেই দিব্য ঘুমোচ্ছেন তাঁরা। আইপিএস মধুর বর্মা সেই ছবি পোস্ট করে ওই দুই পুলিশকর্মীকে 'করোনা যোদ্ধা' বলে উল্লেখ করেছেন। টুইটে তিনি লেখেন, "এমন একটা বিছানায় ৮ ঘণ্টার ঘুম এখন বিলাসিতা নয় কি? সত্যি বিলাসিতা! যদি আপনি একজন পুলিশকর্মী হয়ে থাকেন। আপনাদের দেখে আমি গর্বিত।" করোনা সংক্রমণ প্রতিরোধে ময়দানে লড়াই করছেন যারা, তাঁদের করোনা যোদ্ধা আখ্যা দেওয়া হয়েছে। সেই তালিকায় আছেন স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাফাইকর্মী। যেহেতু তাঁরা সংক্রমণের মধ্যেই কর্তব্যরত, তাই তাঁদের বাড়ি যাওয়া নিষেধ। পাছে পরিবারের কেউ সংক্রমিত হয় এই আশঙ্কায়। তাই একটু অবসর পেলেই এভাবে পথে, ঘাটে কিংবা হাসপাতালের কোনও কোণে একটু বিশ্রাম নিচ্ছেন করোনা যোদ্ধারা। বিভিন্ন মাধ্যম মারফৎ সেই ছবি এখন নেট দুনিয়াতে বেশ ভাইরাল। তেমন একটা ছবি শুক্রবার পোস্ট করেন অরুণাচল প্রদেশ পুলিশের ওই আইপিএস। কর্তব্যের প্রতি ওই দুই পুলিশের দায়বদ্ধতা ও আপসকেও কুর্নিশ করতে ভোলেননি আইপিএস বর্মা। 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১,৭৫২, একদিনে সর্বাধিক

দেখুন সেই টুইট: 

পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই সেই ছবি প্রায় ৩০ হাজার লাইকস আর ৫০০০ বার রিটুইট হয়েছে। অনেক নেটিজেন কমেন্ট বক্সে অভিবাদন জানিয়েছেন ওই দুই পুলিশকর্মীকে। দেখুন সেই কমেন্ট বক্স:  

অনেকে আবার করোনা যোদ্ধাদের জন্য আরও ভালো বিশ্রামাগার ও যত্নের পক্ষে সওয়াল করেছেন। 

ত্রুটিপূর্ণ টেস্টিং কিট ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট দেশে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

গত মার্চে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দেশবাসী করোনা যোদ্ধাদের অভিবাদন জানিয়েছিলেন। একাধিক করোনা যোদ্ধার আপসের ছবি কিংবা ভিডিও, ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে।মেঝেতে বসে স্বাস্থ্যকর্মীদের খাওয়া কিংবা মেয়ের মুখের ওপর পুলিশকর্মীর দরজার বন্ধ করে দেওয়ার মতো হৃদয়বিদারক কাহিনিও বেশ জনপ্রিয় এখন নেট দুনিয়াতে। এ নিয়ে জোর চর্চা সংবাদমাধ্যমেও। 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

Advertisement
Advertisement