প্যাঁচার এমন ছবি দেখেছেন কখনও? দেখে নিন এই ছবি ভাইরাল হওয়ার কারণ
হাইলাইটস
- এই ছবিটি ২০১৯ সালের
- গাছের রঙের সঙ্গে মিশে গেছে প্যাঁচার গায়ের রঙ
- ২০১৯ সালে কলম্বিয়ার এক জঙ্গলে এই ছবিটি ক্লিক করেন এলন মর্ফি
নয়া দিল্লি: টুইটারে ভারতীয় বন দফতরের আধিকারিক India Forest Officer) সুশান্ত নন্দা (Susanta Nanda) সম্প্রতি একটি প্যাঁচার ছবি শেয়ার করেছেন।এই আকর্ষণীয় ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে একটা মানানসই ক্যাপশন লিখতেও ভুল করেননি তিনি, এই ছবিতে 'দ্যা গ্রেট' ধূসর রঙের প্যাঁচা দেখা যাচ্ছে।যা একটা গাছের মধ্যে আত্মগোপন করে বসে আছে। সেই সঙ্গে তিনি তাঁর ফলোয়ার্সদেরও প্যাঁচাটি খুঁজে বার করতে বলেন।
এই ছবিটি ২০১৯ সালের। ব্রিটেনের এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কলম্বিয়ার জঙ্গলে ঘোরার সময় এই ফটোটি তুলেছিলেন। গাছের রঙের সঙ্গে মিশে গেছে প্যাঁচার গায়ের রঙ, অসামান্য পারদর্শিতা ছাড়া এই ছবি হয়তো কিছুতেই তোলা সম্ভব ছিল না। সত্যিই এই ফটোগ্রাফারের জবাব নেই। প্যাঁচার হলুদ চোখ দুটি সবচেয়ে বেশি আকর্ষণীয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে কলম্বিয়ার এক জঙ্গলে ফটোগ্রাফি করার সময় এই ছবিটি ক্লিক করেন এলন মর্ফি। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ৬০০-র বেশি লাইকস পেয়েছে আর ৯০-এর বেশিবার রিটুইট করা হয়েছে।
Click for more
trending news