This Article is From Dec 02, 2019

Viral: বাইকে চেপে শহর ঘুরতে বেরিয়েছে বিড়াল! দেখে নিন মজাদার সেই সব ছবি

কিছুজন অবশ্য মোক্ষম এক প্রশ্নও তুলেছেন! বাইক চালক ব্যক্তি এবং বিড়াল কেন হেলমেট পরে নেই এই প্রশ্ন অনেকেরই মনে উঁকি দিয়েছে।

Viral: বাইকে চেপে শহর ঘুরতে বেরিয়েছে বিড়াল! দেখে নিন মজাদার সেই সব ছবি

বাইকের পিছনে ম্যাও!

ছিল বিড়াল, হয়ে গেল বাইক সওয়ারি! বাইকের পিছনে দিব্যি ল্যাজ ঝুলিয়ে শহর ঘুরতে বেরানো বিড়ালের একটি ছবিই এখন বেশ ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বাইকের পিছনে চেপে বসে থাকা বিড়ালের ছবিগুলি এখন সুপারহিট। ছবিগুলি গত বুধবার টুইটারে পোস্ট করেছেন যিনি মাইক্রোব্লগিং ওয়েবসাইটে তার প্রোফাইলের নাম উইব। এবং বলাবাহুল্য বেশ মজার মজার মন্তব্যে ভরে উঠেছে ওই পোস্টের কমেন্ট বক্স! এই ছবিতে দেখা যাচ্ছে বিড়াল বাবাজি আরামসে দু'চাকার ওই বাইকের পিছনের আসনে বসে রয়েছে। আর বাইকটি চালাচ্ছেন এক ব্যক্তি, বিড়ালের মালিক কিনা তা অবশ্য জানা নেই।

ছবিগুলি কোথায় তোলা হয়েছে তা পরিষ্কার নয়। তবে, ছবিতে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের লোগো এবং আংশিকভাবে দৃশ্যমান লাইসেন্স প্লেট বুঝিয়ে দিচ্ছে এলাকাটা মুম্বাইয়েরই কোনও একটা জায়গা।

আরও পড়ুনঃ ৯ ফুট পাইথন গিলে ফেলল বিড়ালকে, তারপর কী হল?

ভাইরাল হওয়া ছবিগুলি একবার দেখে নিন:

This is so dope man I wish I could trust my cat as much. pic.twitter.com/gufOKl2whj

— Weeb (@dhrutzpah) November 27, 2019

অনলাইনে শেয়ার হওয়ার পরে, বিড়ালের ছবিগুলি আড়াই হাজারেরও বেশি মানুষ ‘লাইক' করেছেন এবং শয়ে শয়ে মানুষ মন্তব্যও করেছেন।

plot twist: it's not his cat and he doesn't know it's there

— Mudita Sisodia (@apurplestrand) November 28, 2019

I wish my cat could trust me this much ????

— Take your half-boots off, Margaret (@a_llama_iqbal) November 29, 2019

pic.twitter.com/Us8VBi3YmA

— Sailor (@sailorsmoon) November 28, 2019

কিছুজন টুইটারেত্তি অবশ্য মোক্ষম এক প্রশ্নও তুলেছেন! বাইক চালক ব্যক্তি এবং বিড়াল কেন হেলমেট পরে নেই এই প্রশ্ন অনেকেরই মনে উঁকি দিয়েছে। অনেকে আবার ঋষভ পন্থের সঙ্গে এই ব্যক্তির চেহারার সাদৃশ্যও খুঁজে পেয়েছেন। 

আরও পড়ুনঃ বিড়ালকে পিচকিরি দিয়ে জল ছুঁড়লেন মালিক, পোষ্যের কাণ্ড দেখে হতবাক ২৬ লক্ষ মানুষ!

Is it just me or that guy looks like @RishabhPant17 ?

— Nihar Pαlωe (@iNiharPalwe) November 28, 2019

Should have tagged Mumbai police and Peta for "No helmet", endangering the safety of an animal...but

— KryptoKev (@k3v1nkn0w5) November 28, 2019

কয়েক সপ্তাহ আগে দিল্লিতে বাইকের পিছনে বসা একটি কুকুরের ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়। ওই ক্ষেত্রে অবশ্য সারমেয়র মাথায় হেলমেট পরাছিল। এরও আগে সুলতানের ভিডিও ভাইরাল হয়। অটোরিকশার উপরে চাপা বিখ্যাত সেই মুম্বাইবাসী কুকুর সুলতানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়।

Click for more trending news


.