Read in English
This Article is From Jul 25, 2018

স্মাগলারদের থেকে উদ্ধার হওয়া গোল্ড পেস্টের ছবি দেখে অবাক হল ইন্টারনেট

এএনআই অনুসারে, গত 21শে জুলাই 1.850 কিলো ওজনের গোল্ড পেস্ট হায়দ্রাবাদ বিমানবন্দরে আটক করা হয়েছে।

Advertisement
অফবিট

গোল্ড পেস্টের ছবি ভাইরাল হল ইন্টারনেটে।

সোনার সঙ্গে সাদৃশ্য খুঁজে না পেলে দোষটা আপনার নয়। সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হওয়া একটা ছবি সকলকেই অবাক করে দিচ্ছে। গত 22শে জুলাই এএনআই-এর তরফে শেয়ার করা একটা ছবিতে বাদামী রঙের একটা পেস্ট দেখা যাচ্ছে, যা সোনার পেস্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এএনআই অনুসারে, গত 21শে জুলাই 1.850 কিলো ওজনের গোল্ড পেস্ট হায়দ্রাবাদ বিমানবন্দরে আটক করা হয়েছে। যদিও, পেস্টটা দেখে সকলেই অবাক হয়ে যাচ্ছেন। কারণ উজ্জ্বল সোনালী নয়, এই পেস্ট দেখে প্রাথমিকভাবে বিষ্ঠার সঙ্গেই সাদৃশ্য খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ।  

আপনি নিজেই দেখে নিনঃ

ছবিটা দেখার পর প্রচুর মানুষ কমেন্ট করেছেন এবং মজা করেছেনঃ

এমন কী, এই গোল্ড পেস্টকে কেন্দ্র করে টুইটার মোমেন্টও তৈরি হয়ে গেছে।

এছাড়াও অনেকেই স্মাগলারের ক্রিয়েটিভিটির তারিফ করেছেনঃ

এএনআই তরফে জানানো হয়েছে, 1120.780 গ্রাম ওজনের সোনা ওই পেস্টের ভিতর থেকে পাওয়া গেছে যার বাজারমূল্য 34,57,606 টাকা।

Advertisement
Advertisement