দৃশ্য দেখলে চমকে ওঠা স্বাভাবিক। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বান্দা: দৃশ্য দেখলে চমকে ওঠা স্বাভাবিক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দা জেলার বিদ্যুৎ বিভাগের কর্মীরা অফিসে বসে কাজ করছেন হেলমেট পরে (employees wearing helmets inside the government office)! সরকারি অফিসে বসে এই কর্মীদের হেলমেট পরে কাজ করার ছবি ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কারণ কী এমন আজব কাণ্ড করার? আসলে ওই কর্মীদের ধারণা, বাড়িটা যখন তখন নাকি ভেঙে পড়তে পারে। তাঁদের বক্তব্য, বাড়ির ছাদ ও ঘরের মাঝখানের পিলার থেকে পলেস্তরা খসে পড়ছে। এক কর্মীর কথায়, ‘‘আত্মরক্ষার জন্যই আমরা কাজ করছি হেলমেট পরে। যে কোনও সময় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা সিনিয়রদের বাড়ির জীর্ণ দশার কথা জানালেও লাভ হয়নি। এ বিষয়ে কেউ কোনও পদক্ষেপ করেনি। বোধহয় ওঁরা অপেক্ষা করছেন কখন আমাদের মধ্যে একজন মারা যাবে আর তারপর ওরা সারাইয়ের কাজ শুরু করবে।''
কেবল হেলমেটই নয়, ওই কর্মী জানাচ্ছেন, বর্ষাকালে মাথায় ধরে রাখতে হয় ছাতাও! ছাদ দিয়ে জল পড়ে।
মায়ের বিয়ে দেবেন বলে পাত্র খুঁজছেন তরুণী কন্যা! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই পোস্ট
কেবল বাড়িটার ভগ্নদশাই নয়। অফিসে নেই কোনও আসবাবও! কোনও আলমারি কিংবা ড্রয়ার কিছুই না। ফাইলগুলি রাখা থাকে কার্ডবোর্ডের বাক্সে।
TikTok Top 5: পয়সার গাছ দেখেছেন? দেখুন এই ভিডিও
এবিষয়ে কোনও সিনিয়র সরকারি আধিকারিক মুখ খুলতে রাজি হননি।