தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 09, 2020

করোনা রুখতে সদ্যোজাতদের জন্য মুখ ঢাকা শিরস্ত্রাণ, ভাইরাল হল হাসপাতালের উদ্যোগ

কম্বলে মুড়ি দেওয়া ছোট্ট শিশুগুলিকে দেখা গিয়েছে এমনই অভিনব শিরস্ত্রাণ পরিহিত অবস্থায়।

Advertisement
অফবিট Written by , Edited by

ছোট্ট শিশুদের জন্য ছোট্ট ‘ফেস শিল্ড’-এর ছবি ভাইরাল।

সদ্যোজাতদের করোনা ভাইরাসের (Coronavirus) থাবা থেকে বাঁচাতে চমৎকার উদ্যোগ নিল তাইল্যান্ডের (Thaliland) এক হাসপাতাল। ছোট্ট শিশুদের জন্য ছোট্ট ‘ফেস শিল্ড' তথা মুখ ঢাকা শিরস্ত্রাণ ব্যবহার করল তারা। সেই বিশেষ আবরণ পরিহিত শিশুদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাইল্যান্ডের পাওলো হাসপাতালে গ্রহণ করা হয়েছে এমনই পদক্ষেপ। কম্বলে মুড়ি দেওয়া ছোট্ট শিশুগুলিকে দেখা গিয়েছে এমনই অভিনব শিরস্ত্রাণ পরিহিত অবস্থায়।

হাসপাতালের তরফে ছবিগুলি পোস্ট করার সময় লিখে দেওয়া হয়, ‘‘আমরা অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি ছোট্ট বন্ধুদের জন্য, সদ্যোজাতদের জন্য এই শিরস্ত্রাণ। কী সুন্দর!'' সেই সঙ্গে সমস্ত নতুন বাবা ও মা'দের শুভেচ্ছা জানানো হয় ওই পোস্টে।

একটি ছবিতে দেখা গিয়েছে এক স্বাস্থ্যকর্মীরে কোলে রয়েছে ছোট্ট এক শিশু। অন্য ছবিগুলিতে মুড়ি দেওয়া ওই শিশুগুলিকে শুয়ে থাকতে দেখা গিয়েছে। সব ছবিতেই তাদের মাথায় ছিল শিরস্ত্রাণ।

Advertisement

দেখে নিন সেই ফেসবুক পোস্ট:

অনলাইনে শেয়ার হওয়ার পর থেকেই পোস্টটিতে লাইক পড়েছে ৫,০০০ হাজারেরও বেশি। শেয়ার হয়েছে ৪,৬০০-রও বেশি। অনেকেই হাসপাতালটিকে এমন অভিনব পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নার্সদেরও প্রশংসা করেছেন কোনও কোনও নেটিজেন। 
কোভিড-১৯-এর প্রকোপ সামলাতে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে তাইল্যান্ড। এখনও পর্যন্ত ২,৩০০ জন করোনা আক্রান্ত হয়েছেন সেদেশে।

Advertisement