বিদঘুটে ‘কম্মো’ করা তরুণ করোনায় আক্রান্ত।
নয়াদিল্লি: টয়লেটের আসন জিভ ঠেকানোই কেবল নয়, সেটাকে চাটা! ভাবলেই গা গুলিয়ে উঠবে। এমন চরম অস্বাস্থ্যকর বিশ্রী কাজ যে কখনওই করা উচিত নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে জর্জরিত বিশ্ব। এই সময় এমন ঘৃণ্য কাজ করার ভাবনাও মাথায় আসা কঠিন। কিন্তু এমনটাই করেছেন এই টিকটক (TikTok) স্টার। কিছুদিন আগে তিনি ‘করোনা ভাইরাস চ্যালেঞ্জ' নিয়েছিলেন। চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি এই ‘কম্ম' করে বসেন। এবার জানা গেল, তাঁর মেডিক্যাল রিপোর্ট পজিটিভ। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
‘ডেইলি মেল' সূত্রে জানা যাচ্ছে, ‘লার্জ' নামে পরিচিত ওই তরুণ কয়েকদিন আগেই ওই চ্যালেঞ্জ নিয়েছিলেন। ওই চ্যালেঞ্জের নিয়ম হল টয়লেটের আসন কিংবা কোনও মুদিখানার কোনও দ্রব্যকে চাটতে হবে। ওই ভিডিও পোস্ট করার পর তাঁকে সাসপেন্ড করা হয়।
তাঁর পোস্টের তলায় বহু মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানান।
এই ধরনের কোনও বস্তুতে জিভ স্পর্শ করানো কখনওই উচিত নয়।
Click for more
trending news