TikTok Viral Video: ১ লক্ষের বেশি লাইকস ও ২ হাজারের বেশি মন্তব্য এসেছে ভিডিও-টি
প্রতিদিনের মতো আজও কোনও ব্যতিক্রম নেই, পাল্লা দিয়ে ভাইরাল হচ্ছে টিকটক (TikTok) ভিডিও। আজকের ভাইরাল ভিডিও (Viral Video) দেখলে হাসতে হাসতে আপনার পেটও ব্যথা হয়ে যাবে। আজকালকার প্রজন্মের কাছে টিকটক খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, এমন কিছু মানুষ আছে যারা এই লকডাউনের সময় টিকটক ছাড়া কীভাবে সময় কাটাবেন তা ভাবতে পর্যন্ত জানেন না।এই ভিডিও-তে একটি মেয়ে তার বন্ধুকে টিকটক ভিডিও বানানোর জন্য জেদাজেদি করে। কিন্তু বন্ধুর জবাব শুনে মুখ ছোট হয়ে যায় মেয়েটির। টিকটকে ভিডিও-টি খুবই পছন্দের ভিডিও হয়ে উঠেছে।
ভিডিও-তা দেখলে আপনারা বুঝবেন, মেয়েটি হাতে মোবাইল নিয়ে তার বন্ধুর কাছে যায়, আর বলে, ''চল টিকটক ভিডিও করি...'' তা শুনে তার বন্ধু বলে, ''না, আমি তোমার সঙ্গে টিকটক বানাবো না।'' এর কারণ জিজ্ঞাসা করলে মেয়েটা বলে, ''আমি কি এতটাই বেকার নাকি?'' তা শুনে বন্ধু জিজ্ঞাসা করে, ''আমাকে দেখে তোমার বেকার বলে মনে হয়?'' মেয়েটি বলে. ''তাছাড়া কি?''
দেখুন TikTok Viral Video:
এই ভিডিও টি ১ মিলিয়নের ওপর ভিউয়ার্স পেয়েছে। সেই সঙ্গে ১ লক্ষের বেশি লাইকস ও ২ হাজারের বেশি মন্তব্য এসেছে ভিডিও-টি।আসলে মেয়েটির ভাব ভঙ্গিমা মনজয় করেছে দর্শকদের।
Click for more
trending news