ইঁদুরের আক্রমণে লাফিয়ে পালাল বিড়াল!
সাপ-নেউল, বিড়াল-ইঁদুর- কিছু কিছু খাদ্য খাদক সম্পর্ক সমাজে প্রবাদ হয়েও দাঁড়িয়েছে। এই দুই প্রজাতির মধ্যে শিকারী আর শিকারের সম্পর্কই বিদ্যমান। বিড়ালের ইঁদুর শিকার, নেউলের সঙ্গে সাপের মারামারির হাজারো ভিডিও প্রায়শই ভাইরাল হয়। তবে অন্য একটি এমন ভিডিও ভাইরাল হচ্ছে, যা কেই যে খাদ্য আর কেই বা খাদক সেই সমীকরণ গুলিয়ে দিচ্ছে রীতিমতো! বিড়াল এবং ইঁদুরের লড়াইয়ের এই ভিডিওটি টুইটারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) আধিকারিক সুশান্ত নন্দ শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিড়ালটি রাস্তায় ইঁদুর দেখেই আক্রমণ করতে উদ্যত। কিন্তু এই ইঁদুর যেমন তেমন ইঁদুর নয়! ভয়ে পালাবার বদলে ঠায় দাঁড়িয়ে রয়েছে ইঁদুরটি। ভাবভঙ্গিও এমন যেন বিড়ালের সঙ্গে লড়তে একেবারে বদ্ধপরিকর ইঁদুরবাবাজি! আর যেমন ভাবা তেমনই কাজ! যেই না বিড়ালটি হামলা করতে এগিয়েছে ওমনি এক লাফ মেরে বিড়ালকেই পালটা আক্রমণ ইঁদুরের। এমন অপ্রত্যাশিত হামলায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় বিড়ালটি, তারপর পালাতে চেষ্টা করে। তবে পিছু ছাড়ে না ইঁদুরও। বিড়ালের পিছনে ধাওয়া করে এলাকা ছাড়া করায় তাকে।
দেখুন ভিডিও:
সুশান্ত নন্দ এই ভিডিওটি শেয়ার করে মজাদার ক্যাপশনে লিখেছেন, “যখন বিড়াল জানতে পারল ইঁদুরের করোনাভাইরাস হয়েছে!” মজার এই ভিডিওতে ৩০০-রও বেশি লাইক পড়েছে এবং ১০০ বারেরও বেশি রিটুইট করা হয়েছে এই ভিডিও।
করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলছে দেশব্যাপী লকডাউন, জনবহুল পথও এখন শুনশান। রাস্তায় বিভিন্ন এলাকাতেই বন্যপ্রাণিদের দেখা যাচ্ছে। পথে তাই নজরে আসতেই ইঁদুর আর বিড়ালের এই লড়াই ক্যামেরাবন্দি করলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়াতে এই শেয়ার করা হচ্ছে ব্যাপকভাবে।
Click for more
trending news