মানুষ নেই, নির্ভয়ে সাঁতার তিমির!
করোনার দাপটে মানুষ ঘরবন্দি। তাই কি নির্ভয়ে স্বাধীনভাবে ঘুরছে বন্য প্রাণীর দল? যদিও কিছুদিন আগে সোশ্যালে পোস্ট করা ভেনিসের (Venice) খালে ডলফিনের আনাগোণা ভুয়ো প্রমাণিত হয়েছে। তারপরেই বম্বে হাই (Bombay High)-য়ে তিমির (whales) দল সাঁতার কাঁটার ছবি এসেছে প্রকাশ্যে। সোশ্যালে পোস্ট হতেই ভাইরাল সেই ছবি। যদিও এবারেও ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেন।
'মেয়েকে কোলেও নিতে পারছি না!' দূর থেকে ভেজা চোখে তাকিয়ে পুলিশ অফিসার
বম্বে হাই একটি তৈল শোধনাগার যা মুম্বই উপকূলের প্রায় ১৭৬ কিলোমিটার দূরে অবস্থিত। অনলাইনে ভাইরাল ভিডিওতে তিমিগুলিকে স্ফটিক স্বচ্ছ জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। যা দেখে মনে হচ্ছে কোনও জাহাজ থেকে ছবি তোলা হয়েছে।
এক টুইটারেত্তি জানান, ঘটনা সত্যি
এদিকে ভিডিও নিয়ে দ্বিধাবিভক্ত নেটমহল্লা। অনেকেই দাবি করেছেন ভিডিওটি ভুয়ো।
লকডাউনে ফাঁকায় ফাঁকায় অ্যাকোরিয়াম দেখতে বেরলো ভাই-বোন!
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পরভিন কাসওয়ানের দাবি, ভিডিওটিতে অবশ্যই তিমি দেখা যাচ্ছে। তবে এটি বম্ব হাইতে ধরা পড়েনি।" সুতরাং ভিডিওর সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
কাসওয়ান আরও বলেন, বম্বে হাইয়ের তিমিগুলির পিঠে তেলের দাগ কোনও অস্বাভাবিক ঘটনা নয়।, তবে তিমিগুলি আরব সাগরের বাসিন্দা। মানুষের সাড়া শব্দ না পেয়ে চলে এসেছে এখানে সাঁতার কাটতে কাটতে।
নেই মানুষ! প্রজনন বাড়াতে তাই সমুদ্র সৈকত দখল লাখো কচ্ছপের?
ONGC-র তরফ থেকে জানানো হয়েছে, এভাবে বন্যপ্রাণের মুক্ত আনাগোণা দেখে ভালো লাগছে সবারই। তবে তাঁরা যাতে নির্বিঘ্নে ঘোরাপেরা করতে পারে তার জন্য মোবাইলে ছবি তুলতেও নিষেধ করা হয়েছে সবাইকে।
Click for more
trending news