সোশ্যাল মিডিয়ায় (Social Media) অধুনা এক কুমিরের (Crocodile) ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে একটি কুমির কেমন করে পিছলে জলের দিকে এগিয়ে যাচ্ছে। নেটিজেনদের খুব পছন্দ হয়েছে ভিডিওটি (Viral Video)। অনেকেই এটা শেয়ার করেছেন। নানা রকম কমেন্টও করছেন। ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান তাঁর টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লেখেন, ‘‘লকডাউনের পরে আমিও এটাই করতে চাই।'' প্রসঙ্গত, ভিডিওটি কিন্তু পুরনো ভিডিও। তবুও নতুন করে সেটি আবারও ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, এই ভিডিওটি তিনি হোয়াটসঅ্যাপে পেয়েছেন। ভিডিওটি বেশ মজার। জলের টানে কুমিরটিকে ভেসে যেতে দেখা যায় তাতে।
শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই ৩৩.৩ হাজার বার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি। লকডাউনের সঙ্গে একে জুড়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। আপনিও পড়ে নিন কিছু মজাদার কমেন্ট।
Click for more
trending news