Five Sunrises: একটি অবিশ্বাস্য ভিডিওতে আকাশে '৫ টি সূর্যের উদয়' দেখা যাচ্ছে
হাইলাইটস
- চিনের মঙ্গোলিয়ায় একটি আকাশে একসঙ্গে ৫টি সূর্য দেখা গেল
- সেই আজব দৃশ্যের ভিডিও ভাইরাল হল সোশ্যাল দুনিয়ায়
- এই ঘটনার প্রচলিত নাম "ভৌতিক সূর্য"
ছিল এক, হয়ে গেল পাঁচ, চিনে (China) সূর্যোদয় (Five Sunrises) দেখতে গিয়ে এমনই আজব ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেছেন মানুষজন। মঙ্গোলিয়ার একটি প্রদেশের আকাশে ঘটা এই মহাজাগতিক ঘটনার ভিডিও তুলে দিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। দৃশ্যমান "পাঁচটি সূর্য" সমেত আকাশের ভিডিওটি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরাও। কেউ কেউ আবার একে ভৌতিক দৃশ্যও ভাবছেন। তবে ঘটনা যাই হোক না কেন ভিডিওটি দারুণ ভাইরাল (Viral Video) হল নেট দুনিয়ায়। চিনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে ওই ভিডিও শেয়ার করে লেখা হয়: "কী আশ্চর্য দেখার মতো ঘটনা! চিনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য আকাশে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে।"
মাঝ রাস্তায় বাঘের তাড়া, প্রাণ হাতে করে ফিরলেন যাত্রীরা, দেখুন ভিডিও
এই বিষয়টিকে আপাতভাবে ভৌতিক বলে মনে হলেও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সূর্যে এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। বলা হয়, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলোর প্রতিফলিত হয়, আর সেই প্রতিফলনের ফলেই আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা 'সূর্য সারমেয়' বা 'ভৌতিক সূর্য' নামে পরিচিত।
Viral Video: ট্রাকে যেতে যেতে আখ দেখে কী করল হাতিরা? দেখুন মজার ভিডিও
এক আকাশে ৫ সূর্য দেখা যাওয়ার এই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে টুইটার ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন।
একজন সোশ্যাল সাইট ব্যবহারকারী লেখেন, "এগুলো আসলে সবই সূর্যের প্রতিচ্ছবি"।
অন্য আরেকজন লেখেন, "এটা একটা সানডগ, হুইপ্পি!"
"এই ঘটনা কি দূষণের কারণে ঘটছে?", প্রশ্ন করেন একজন ব্যবহারকারী।
একটি পোস্টে লেখা ছিল, "হ্যাঁ। দিনের শেষে, একটি সুন্দর সূর্যাস্ত হবে I আমি মনে করি এই ঘটনা স্বাভাবিকভাবেই ঘটেছে"।
Click for more
trending news