हिंदी में पढ़ें
This Article is From Apr 28, 2020

একরত্তি সিংহ ছানা হুঙ্কার ছাড়তেই আওয়াজ ম্যাঁঅ্যাঅ্যা! কেঁপে উঠল নেটপাড়া

সেরেঙ্গেতি জাতীয় উদ্যানে সিংহ শিশু গর্জন করার চেষ্টা করতেই প্রথমে হতবাক নেটিজেন! এ কী আওয়াজ আসছে?

Advertisement
অফবিট Edited by

হুঙ্কার ছাড়তেই বেরোল এমন মিষ্টি আওয়াজ

জঙ্গলের ভিডিওগুলি নেটিজেনরা বেশ পছন্দ করেন। আপনি অবশ্যই সিংহ শিকারের অনেক ভিডিও দেখেছেন। নিজের কানে প্রথম সিংহ গর্জন শুনেছেন কোনোদিন? লায়ন কিং-এর জীবন্ত ভার্সন তাহলে দেখে নিন সোশ্যালে। তানজানিয়ার সেরেঙ্গেতি জাতীয় উদ্যানে (Serengeti National Park) সিংহ শিশু গর্জন করার চেষ্টা করতেই প্রথমে হতবাক নেটিজেন! এ কী আওয়াজ আসছে? এতো মৃদু ম্যাঁঅ্যাআঅ্যা ধ্বনি! তারপরেই ছোট্ট ছানার ওই প্রচেষ্টা দেখে মাত নেটবিশ্ব।

করোনা লকডাউনে ‘ময়লি' গঙ্গা ফের স্বচ্ছ্ব! স্পষ্ট দেখা যাচ্ছে তলদেশ...

Advertisement

ভিডিওতে দেখা যাবে যে সিংহ শিশুটি বেড়াতে বেরিয়েছে। কিছুদূর হেঁটে যাওয়ার পরে সে গর্জনের চেষ্টা করে।, ভিডিওটি ওয়েলকাম টু নেচার নামে একটি টুইটার পেজ শেয়ার করেছে। এছাড়াও ক্যাপশনে লেখা আছে, 'সেরেঙ্গেটি জাতীয় উদ্যানের সিংহের ছোট্ট ছানা'।

দেখুন ভিডিও:

Advertisement

মিষ্টি ছানার কারবার ৯০ হাজারেরও বেশি বার দেখেছেন দর্শক। লাইক ৯ হাজারেরও বেশি। ১.৮ হাজার বার রি-টুইট হয়েছে। মন্তব্যের ঢল নেমেছে পেজে ....

Advertisement