Dancing Traffic Girl: পুণের একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন এই যুবতী, নাম শুভী জৈন (২৩)
যদি আপনি ইন্দোরে যান কখনও, বিকেলের ব্যস্ততম সময়ে এমজি রোড দিয়ে যাওয়ার সময় তাহলে আপনার চোখে পড়বেই অদ্ভুত এক মানুষকে। দেখবেন, বছর ২৩-এর এক চনমনে যুবতী নেচে নেচে ট্রাফিক সামলাচ্ছেন সিগন্যালে। রাস্তায় পাশ্চাত্য শৈলীতে নেচে নেচে যাতাযাতকারীদের ট্রাফিক সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার জন্য অনুরোধ করছেন এই তন্বী। এমবিএ পড়ুয়ার ট্রাফিক সামলানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে হেলমেটহীন চালকদের ওই যুবতী বলছেন, “যদি আপনি হেলমেট পরেন তবে আমি আপনাকে সেলাম ঠুকব।” হেলমেট পরা মানুষদের সত্যিই হাত জোড় করে সম্ভাষণ করছেন এই যুবতী।
আরও পড়ুনঃ কেন সংস্কৃত পড়াবেন মুসলিম অধ্যাপক? উপাচার্যের কার্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ
পুণের একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন এই যুবতী, নাম শুভী জৈন (২৩)। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিনি। তিনি ১৫ দিনের ইন্টের্নশিপের জন্য ইন্দোরে এসেছিলেন। শুভী মঙ্গলবার বলেন, “ট্রাফিক সামলানোর আমার কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। যখন আমি ইন্দোরে আসি, তখন এখানে ট্রাফিকের স্বেচ্ছাসেবকদের দেখে অনুপ্রাণিত হই আর বিষয়টায় জুড়ে যাই। মানুষজনের আমার কাজ ভালো লাগছে দেখে আমি আনন্দিত।”
দেখুন শুভীর ট্রাফিক সামলানোর ভিডিওটি:
আরও পড়ুনঃ লেহেঙ্গা পরে মাথায়, হাতে, গলায়, কানে টমেটো ঝুলিয়ে কেন বসে রয়েছেন পাত্রী!
এমবিএ-র ওই ছাত্রী বলেন, “জাতীয় স্বচ্ছতার সমীক্ষায় ইন্দোর পরপর তিন বছর শীর্ষস্থানে ছিল। আমি চাই যে, এই সুন্দর শহর ট্রাফিকের বিষয়েও সারা দেশে সেরা হোক।” শুভী বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এমজি রোডের রিগাল চৌরাস্তা, হাইকোর্ট চৌরাস্তা এবং ইন্দ্রপ্রস্থ চৌরাস্তায় কাজ করেন। এই সময়ে এই তিনটি ব্যাস্ততম চৌরাস্তায় ট্রাফিক সিগন্যালের অবস্থা ভয়ঙ্কর থাকে। গাড়ির লম্বা লাইন পড়ে যায় এবং যাতায়াতেও বেশ সমস্যা হয়।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ২৩ বছর বয়সী এই পড়ুয়া নিজস্ব স্টাইলে দু'চাকার চালকদের হেলমেট এবং চারচাকার চালকদের সিট বেল্ট পরতে অনুরোধ করছেন। এই যুবতীর কাজ দেখে অনেকেই তাঁকে ইন্দোরের বিখ্যাত ট্রাফিক পুলিশ রণজিত সিংয়ের সঙ্গে তুলনা করছেন। সোশ্যাল মিডিয়াতে রণজিতও বেশ ভাইরাল। মাইকেল জ্যাকসনের মতো ‘মুন ওয়াকে'র জন্য তিনি বিখ্যাত। ভিড় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে করতেই মুন ওয়াক করতেন তিনি।
‘ডান্সিং গার্ল' শুভী বলেন, “আমি সিং স্যারকে খুবই শ্রদ্ধা করি। কিন্তু আমি তার স্টাইল নকল করার চেষ্টা করিনি।."
Click for more
trending news