This Article is From Aug 28, 2018

ভাইরাল ভিডিও: গুরুদোয়ারাতে বসে নামাজ পাঠ !

ভগবান এক, এই কথা মাথায় রেখে ভিডিও -টি সকলেই খুবই পছন্দ করেছে। গত মঙ্গলবার এই ভিডিও-টি শেয়ার করা হয়

ভাইরাল ভিডিও: গুরুদোয়ারাতে বসে নামাজ পাঠ !

আজ কাল সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে, লোকেদের খুবই পছন্দের বিষয় হয়ে উঠেছে সেটি। ফেসবুক থেকে টুইটার সর্বত্রই দেখা যাচ্ছে ভিডিও টি।  তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গুরুদোয়ারাতে বসে নামাজ পাঠ করছেন। গুরুদোয়ারার পাঠের সাথে সাথে নামাজ পাঠ চলছে, কোনো এক অজ্ঞাত ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পর থেকেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। এই সুন্দর ভিডিও -টির  প্রশংসাও করেছে অনেক লোক। 

Sikh Inside  নামক একটা পেজে ফেসবুকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই জনপ্রিয় পেজটি গুরুদোয়ারার ভিডিও শেয়ার করে থাকে। বলা হচ্ছে এটি মালেশিয়ার একটি ভিডিও। এই ভিডিও -টি শেয়ার করার সময় বলা হয়েছিল যে, এক মুসলমান ভাই গুরুদোয়ারাতে বসেই নামাজ পাঠ করছেন।   

 হয়তো তিনি মসজিদ পাননি, তাই গুরুদোয়ারাতে বসেই তাঁকে নামাজ পাঠ করতে হয়েছে। ভগবান এক, এই কথা মাথায় রেখে ভিডিও -টি সকলেই খুবই পছন্দ করেছে। গত মঙ্গলবার এই ভিডিও-টি শেয়ার করা হয়। আজ পর্যন্ত 60 হাজারের বেশি লোক এই ভিডিও দেখে নিয়েছে।  

দেখুন VIDEO:

 

Click for more trending news


.