This Article is From Jul 10, 2019

লাগেজের অতিরিক্ত মূল্য এড়াতে এমনটাই করলেন এক ব্যক্তি,ভাইরাল ভিডিও

লাগেজের ওজন কমাতে ৮ কেজি ওজনের পোশাক পড়েছিলেন ওই ব্যক্তি।

লাগেজের অতিরিক্ত মূল্য এড়াতে এমনটাই করলেন এক ব্যক্তি,ভাইরাল ভিডিও

লাগেজের অতিরিক্ত ওজনের মূল্য এড়াতে ১৫টি শার্ট পড়ে নেন জন আরভিন।

সাংঘাতিক ঘটনার সাক্ষী হল বিমানবন্দর। লাগেজের অতিরিক্ত মূ্ল্য এড়াতে ১৫টি শার্টই নিজের গায়ে চাপিয়ে নিলেন এক ব্যক্তি। তাঁরই ছেলের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ডেইলি মেলের খবর অনুযায়ী, ৯৬ পাউন্ড অতিরিক্ত ওজনের লাগেজের মূল্য এড়াতে ৮ কিলোগ্রামে ওজনের পোশাকই নিজের গায়ে চাপিয়ে নেন জন আরভিন। নিজের এই কীর্তির জন্য ভাইরাল স্কটল্যান্ডের ৪৬ বছরের ওই ব্যক্তি। নিস বিমানবন্দরে বাবার গায়ে পোশাকের সম্ভারের সেই ভিডিও ফ্রেমবন্দি করেন তাঁর ছেলে জোস। ভিডিওটি শেয়ার করা হয়েছে ট্যুইটারে এবং প্রায় ৭ লক্ষ দর্শক হয়েছে ভিডিওটির।

দ্য মিরর কে জোশ জানিয়েছেন, তাঁর বাবা একজন “কৌতুক” এবং বিমানবন্দরের কর্মীদের তিনি হাসানোর জন্য এটা করেছেন। “তিনি যে কোনও কিছু চেষ্টা করতে পারেন” বলেও জানিয়েছেন জোশ।

গায়ে ১৫টি পোশাক দেখে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে। তিনি বলেন, “কয়েকটি পোশাক খুলে ফেলতে বলা হয় তাঁকে, তিনি কী লুকাতে চেষ্টা করছেন তা জানতে চেয়ে অবাক হন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা”।

.