This Article is From Mar 11, 2020

টলমল পায়ে জীবনের প্রথম কয়েক ধাপ! ছোট্ট হাতি মন জিতল সোশ্যাল মিডিয়ার

হাতির শাবক (Baby Elephant) তার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে চেষ্টা করছে। পড়ে যাচ্ছে। আবারও উঠছে।

টলমল পায়ে জীবনের প্রথম কয়েক ধাপ! ছোট্ট হাতি মন জিতল সোশ্যাল মিডিয়ার

ভিডিওয় দেখা গিয়েছে ছোট্ট হাতি কেমন করে হাঁটার চেষ্টা করছে।

হাইলাইটস

  • ছোট্ট হাতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতির শাবকটি নিজের পায়ে হাঁটার চেষ্টা করছে
  • নেটিজেনরা মুগ্ধ ভিডিওটি দেখে
নয়াদিল্লি:

এক ছোট্ট হাতির ভিডিও (Video Of Baby Elephant) সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, সেই হাতির শাবক (Baby Elephant) তার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে চেষ্টা করছে। পড়ে যাচ্ছে। আবারও উঠছে। তার এই হাঁটতে শেখার ভিডিও দেখে সবারই মন ভাল হয়ে যাচ্ছে। ভারতীয় বন পরিষেবা আধিকারিক প্রবীণ কাসওয়ান এই সুন্দর ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘সদ্য জন্ম নেওয়া হাতির শাবকের প্রথম কয়েকটি পদক্ষেপ। নড়বড়ে ও ধীর। একদিন এই হয়ে হয়ে উঠবে ৬,০০০ কেজি ওজনের দৈত্য এবং তার প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠবে পৃথিবী। এটাই জীবন।''

আর একটি পোস্টে তিনি লেখেন, ‘‘মা চেষ্টা করছে যাতে সে তার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে পারে। হাতির জন্ম তার পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।''

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতির শাবকটি নিজের পায়ে হাঁটার চেষ্টা করছে। তার মা তাকে উঠতে সাহায্য করছে, যখন সে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। কখনও মা হাতিকে দেখা যাচ্ছে সে তার শূঁড় বাড়িয়ে হাতি শাবককে আবার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে।

স্বাভাবিক ভাবেই এমন সব মুহূর্তকে ভিডিওয় দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই নানা কমেন্ট করেছেন। 
একজন লেখেন, ‘‘হাতির ব্যাপারে আমি যত জানছি তত তাদের বুদ্ধিমত্তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ওদের আরও বেশি করে ভালবেসে ফেলছি।''

আর একজন লেখেন, ‘‘খুবই কৌতূহলোদ্দীপক। সত্যি সত্যি এমনটা দেখতে পেলে কেমন লাগত? যেমনটা দেখেছিলাম অ্যানিমেটেড ‘জাঙ্গল বুক' সিরিজে।''

অন্য একজন লিখেছেন, ‘‘মিষ্টি হাতিটি। আর তত সুন্দর এই প্রকৃতি। আজকের দুর্বল পা কয়েক বছরের মধ্যেই পৃথিবীকে দুমড়ে দিতে সক্ষম হয়ে উঠবে।''

Click for more trending news


.