This Article is From Oct 16, 2018

দেখুনঃ শারলিনের ‘ডান্ডিয়া ড্যান্সের’ ভিডিয়ো

নবরাত্রি (Navratri 2018)-র আনন্দয় গোটা দেশ মেতে উঠেছে।

দেখুনঃ  শারলিনের ‘ডান্ডিয়া ড্যান্সের’ ভিডিয়ো

ডান্ডিয়া নাইটে বলিউডের প্লেবয় মডেল (Playboy Model) সারলিন চোপড়াকে দেখা যাচ্ছে।  

হাইলাইটস

  • ভাইরাল হল সারলিনের ভিডিয়ো
  • কালো শাড়ি পরে ডান্ডিয়া খেলছেন অভিনেত্রী
  • এভাবেই নবরাত্রির আনন্দে মেতেছে বলিউড
নিউ দিল্লি:

নবরাত্রি (Navratri 2018)-র আনন্দয় গোটা দেশ মেতে উঠেছে। পিছিয়ে নেই বলিউডের তারকারাও। তাঁরাও ভিডিয়ো বানিয়ে চলেছেন। আর বলতে  হয় না সব ভিডিয়োই ভাইরাল। একটি ডান্ডিয়া নাইটে বলিউডের প্লেবয় মডেল (Playboy Model) সারলিন চোপড়াকে দেখা যাচ্ছে।  সারলিন চোপড়া (Sherlyn Chopra)   ভিডিয়োতে  কালো রংয়ের শাড়ি পরে  রয়েছেন। আর সেভাবেউ ডান্ডিয়া  খেলছেন তিনি। তাঁর সঙ্গেই সঙ্গত করছেন এক ব্যক্তি।   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

এই ডান্ডিয়া ড্যান্সের সময় দেখাই যাচ্ছেন প্রবল আনন্দ করতে  দেখা  যাচ্ছে সারলিনকে।  আর এ ধরনের স্বভাবের জন্যই পরিচিত সারলিন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


  তিনি- ই এমন একমাত্র মহিলা যিনি প্লেবয়ের সঙ্গে  কাজ করেছেন। কাজ করেছেন  কামাসূত্র ছবিতেও। কিছু দিন আগে নেপাকে ঝড় তুলে এসেছেন সারলিন।

.