This Article is From May 01, 2019

বিয়ের অপেক্ষায় কনে, বর মত্ত পাবজি খেলায়

বিয়ে করতে এসে বরবাবাজী পাবজি খেলায় মত্ত। পাশেই বসে বউ। তবে বরের কর্মকাণ্ডে তিনি মোটেও মুগ্ধ নন।

বিয়ের অপেক্ষায় কনে, বর মত্ত পাবজি খেলায়

নিজের বিয়েতে পাবজি খেলায় মত্ত বর

হাইলাইটস

  • টিকটক অ্যাপে ভিডিওটি প্রকাশিত হয়েছে
  • বিয়ের সময়ে পাবজি খেলায় মত্ত বর
  • তার এই কাজে মোটেও খুশি নন বউ

অনলাইন মাল্টিপ্লেয়ার গেম পাবজি গোটা বিশ্বে যেন ঝড় তুলে দিয়েছে। আর তার প্রমাণ এই ভিডিওটা। ভিডিওটি অনলাইনে বিপুল শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ে করতে এসে বরবাবাজী পাবজি খেলায় মত্ত। পাশেই বসে বউ। তবে বরের কর্মকাণ্ডে তিনি মোটেও মুগ্ধ নন। বর এতই খেলায় মত্ত যে বিয়েতে পাওয়া উপহারের দিকেও ফিরে তাকানোর সময় নেই তার। ভিডিওটি প্রথমে আপলোড করা হয়েছিল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এ। তারপরেই এটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ভিডিওটি প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে। তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট ভাবে বোঝা যায়নি।

ইয়েতির ইতিবৃত্ত! ইয়েতি আসলে কে? হিমালয়ের পশু না মানুষ নাকি স্রেফ কল্পনা?

দেখুন সেই ভিডিও:

ভিডিও থেকে এটাও বোঝা যাচ্ছে না যে ঘটনাটি সত্যিই কোনও বিয়ের আসরে ঘটেছে নাকি, সবটাই তৈরি করা মুহূর্ত। তবে দর্শক ভিডিও দেখে চোখ বন্ধ করতে পারছেন না।

একজন মন্তব্য করেছেন, ‘‘ইনিই আসল খেলোয়াড়, একে বিরক্ত কোরো না।'' আর এক জন মন্তব্য বিভাগে শুধু হেসেই গিয়েছেন।

প্রবল জনপ্রিয় এই পাবজি খেলার রণক্ষেত্রটি সম্প্রতি গুজরাটে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আচরণ, কথা এবং ভাষার উপরে প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছিল পাবজি-র বিরুদ্ধে।

ভাইরাল ভিডিওটি সম্পর্কে আপনার কী মত? আমাদের লিখে জানান।

Click for more trending news


.