हिंदी में पढ़ें
This Article is From Feb 29, 2020

অজগরের প্রাণ বাঁচালেন মহিলা, কী বেরোল মুখ থেকে? দুর্বল হৃদয়ের জন্য নয় ভিডিওটি

ভিডিওয় দেখা গিয়েছে, এক মহিলা পশু চিকিৎসক দায়িত্ব নিয়ে কীভাবে বিপন্মুক্ত করছেন অজগরটিকে।

Advertisement
অফবিট Written by , Edited by

ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা আধিকারিক প্রবীণ কাসওয়ান।

নয়াদিল্লি:

অতিকায় অজগর সাপ (Python) আস্ত শিকারকে গিলে ফেলে। তার এমন ভয়াল গলাধঃকরণের অভ্যাসের কথা সকলেরই জানা। কিন্তু অস্ট্রেলিয়ার (Australia) এই অজগর শিকারের বদলে ভুল করে গিলে ফেলল একটা তোয়ালে! আর তাতেই তার প্রাণ সংশয়। তবে শেষমেশ প্রাণে বেঁচে গিয়েছে। অনেক কসরত করে তার মুখ থেকে বের করা সম্ভব হল তোয়ালেটি। অস্ট্রেলিয়ার প্রাণী বিশেষজ্ঞরা টর্চের সাহায্যে আলো ফেলে সাপের মুখ থেকে বের করে আনে তোয়ালেটি। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা আধিকারিক প্রবীণ কাসওয়ান। তবে ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, এই ভিডিওটি দুর্বল হৃদয়ের ব্যক্তিদের জন্য একেবারেই নয়।

তিনি লেখেন, ‘‘প্লাস্টিক ও আবর্জনা অন্য প্রাণীদের জন্য এমন বিপদ বয়ে আনছে। দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই ভিডিওটি দেখবেন না।''

ভিডিওয় দেখা গিয়েছে, এক মহিলা পশু চিকিৎসক দায়িত্ব নিয়ে কীভাবে বিপন্মুক্ত করছেন অজগরটিকে। তিনি ধরে রেখেছেন সাপের মুখটি। তারপর এক হাটে চিমটে ও অন্য হাতে ক্যামেরার সাহায্যে তোয়ালেটি বের করে আনছেন ওই প্রাণীটির মুখ থেকে। 

Advertisement
Advertisement