Viral Video: পশ্চিম বঙ্গের এক গ্রামে হঠাৎই এমনি এক বিরল প্রজাতির দু'মুখো সাপকে ঘুরতে দেখা যায়
কলকাতা: সাপের নাম শুনতেই বহু সাহসী মানুষের বুকের রক্ত শীতল হয়ে যায়। আর তা যদি হয় একটু বিরল প্রজাতির, তাহলে তো কথাই নেই। বিভিন্ন রঙের সাপ দেখা যায় ঠিকই, কিন্তু দু'মুখো সাপ সচরাচর দেখা যায়না বললেই চলে। পশ্চিম বঙ্গের এক গ্রামে হঠাৎই এমনি এক বিরল প্রজাতির দু'মুখো সাপকে ঘুরতে দেখা যায়, আর এমন এক বিরল দৃশ্য দেখার জন্য ভিড় উপচে পড়বে না, তাও আবার হয় নাকি! এই সাপ দেখার জন্য যে শুধু গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছিল তাই নয়, সেই সাথে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল। এএনআই থেকে প্রকাশিত তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই আলোড়নের সৃষ্টি করেছে।
বেলদা জঙ্গল বিভাগের ইকরুখি গ্রামে দুই মাথা বিশিষ্ঠ একটা সাপ ঘুরতে দেখা যায়। লোকেরা তা দেখার সঙ্গে সঙ্গে ভয় পেলেও উৎসাহিতও হয়ে ওঠে, এবং ছবি ও ভিডিও করতে থাকে। গ্রামের লোকেরা সাপকে দুধ পর্যন্ত দেয়।
এএনআই ১১ ডিসেম্বর এই ছবি শেয়ার করে। বর্তমানে এই ছবি ৭০০-র বেশি লাইক পেয়েছে, আর ১৮৮-র বেশি রি-টুইট হয়েছে।