Read in English
This Article is From Sep 30, 2019

Viral: পাটনায় বন্যার মাঝে ‘মৎস্যকন্যা’, ছবি নিয়ে হইহই সোশ্যাল মিডিয়ায়

ফোটোগ্রাফার ফেসবুকে লেখেন, ‘‘ফোটোশ্যুট কেবল পাটনার বর্তমান পরিস্থিতিকে তুলে ধরবার জন্য করা হয়েছে। এটাকে ভুল ভাবে নেবেন না।''

Advertisement
অল ইন্ডিয়া Written by , Translated By

বন্যাবিধ্বস্ত পাটনার রাস্তায় এক তরুণীর ফোটোশ্যুট (Photoshoot) নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া।

তিনদিনের বৃষ্টিতে (Heavy Rain) ভেসে গিয়েছে বিহারের রাজধানী পাটনার (Patna) বহু বাড়ি ও হাসপাতাল। প্রায় বুক সমান জল বহু এলাকায়। ফলে সপ্তাহান্তে শহরের জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে যায়। জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি দল পাটনায় মোতায়েন হয়ে উদ্ধারকার্য চালাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এই পরিস্থিতিতে দেখা এক বন্যাবিধ্বস্ত পাটনার রাস্তায় এক তরুণীর ফোটোশ্যুট (Photoshoot)! যা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। তরুণীর নাম অদিতি সিংহ। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি'র ছাত্রী অদিতির ওই বৃষ্টিনিমগ্ন পাটনায় তোলা ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবিগুলি শেয়ার করেছেন ফোটোগ্রাফার সৌরভ অনুজ।

ওই ছবির সিরিজের নাম ‘মারমেইড ইন ডিজাস্টার'। লাল পোশাকে মৎস্যকন্যার ভূমিকায় অদিতি। সৌরভ অবশ্য জানিয়ে দেন, এই ছবির উদ্দেশ্য কেবল পাটনার বন্যা বিপর্যয়কে তুলে ধরা।

কেমোফ্লেজে চিতা! দেখুন তো চোখের সামনে থাকা চিতাবাঘকে খুঁজে পাচ্ছেন কিনা!

Advertisement

তিনি ফেসবুকে লেখেন, ‘‘ফোটোশ্যুট কেবল পাটনার বর্তমান পরিস্থিতিকে তুলে ধরবার জন্য করা হয়েছে। এটাকে ভুল ভাবে নেবেন না।''

ইনস্টাগ্রামে ওই ফোটো শ্যুট ১০,০০০ লাইক পেয়েছে। পাশাপাশি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অনেকেই পাটনার বর্তমান পরিস্থিতিকে তুলে ধরার জন্য সৌরভ ও অদিতিকে ধন্যবাদ দিয়েছে। কিন্তু অনেকেই দাবি করেন, এখানে বন্যাকে কেবল পটভূমি হিসেবে ব্যবহার করে তাকে রোম্যান্টিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নিজেদের স্বার্থে।

Advertisement

বাচ্চাকে নিয়ে পড়তে অসুবিধা? ছাত্রীর সন্তানকে পিঠে বেঁধে ৩ ঘণ্টা ক্লাস করালেন অধ্যাপিকা!

একজন লেখেন, ‘‘ফোটোশ্যুট হয়ে গেলে বিপর্যস্ত কাউকে সাহায্য করুন।'' অন্য আর একজন লেখেন, ‘‘আপনারা প্রাকৃতিক বিপর্যয়কে রোম্যান্টিসাইজ করছেন।''

Advertisement

আবার অনেকে একে সমর্থনও করেছেন।

একজন লিখেছেন, ‘‘কনসেপ্টটা দারুণ। কেন সবাই এই ছবি দেখে ক্ষুব্ধ হচ্ছেন? অন্ধ আবেগ নিয়ে সমালোচনা করবেন না।''

Advertisement

আপনার কী মনে হচ্ছে ছবিগুলি দেখে? কমেন্ট বিভাগে জানান।

দেখুন ভিডিও

  .  

Advertisement