This Article is From Mar 02, 2020

১০ ফুটের সাপের সঙ্গে কাঠঠোকরার লড়াই, ডিম বাঁচাতে মরণপণ যুদ্ধের ভিডিও ভাইরাল

কাঠঠোকরাটিকে অন্তত চারবার সাপের ছোবল খেতে দেখা গিয়েছে। প্রতিবার আক্রান্ত হয়ে নীচে পড়ে গেলেও পরে আবার পূর্ণ উদ্যমে ফিরে আসে পাখিটি।

১০ ফুটের সাপের সঙ্গে কাঠঠোকরার লড়াই, ডিম বাঁচাতে মরণপণ যুদ্ধের ভিডিও ভাইরাল

সাপ ও কাঠঠোকারটির লড়াই রীতিমতো শিউরে ওঠার মতো।

হাইলাইটস

  • সাপের সঙ্গে কাঠঠোকরার লড়াইয়ের ভিডিও ভাইরাল
  • নিজের ডিম বাঁচাতে সাপের সঙ্গে লড়তে দেখা যায় পাখিটিকে
  • শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত ১১,০০০ বার দেখা হয়েছে ভিডিওটি

এক গা শিরশিরে ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা গিয়েছে এক মা কাঠঠোকরার লড়াই। নিজের ডিমগুলিকে বাঁচাতে এক ১০ ফুট লম্বা সাপের সঙ্গে তার দুরন্ত লড়াই মন জিতে নিল নেটিজেনদের। যদিও ভিডিওটি আসলে ১১ বছরের পুরনো। রবিবার সেটি শেয়ার করেন বন পরিষেবা আধিকারিক সুশান্ত নন্দ। কাঠঠোকরাটিকে ভিডিওয় দেখা গিয়েছে গাছের কোটরের ভিতরে থাকা এক সাপকে আক্রমণ করতে। দেখা গিয়েছে বারবার কাঠঠোকরার আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সাপটি। তবে কাঠঠোকরাটিকেও অন্তত চারবার সাপের ছোবল খেতে দেখা গিয়েছে। প্রতিবার আক্রান্ত হয়ে নীচে পড়ে গেলেও পরে আবার পূর্ণ উদ্যমে ফিরে আসে কাঠঠোকরাটি।

জিমন্যাস্টিক অনুশীলনের সময় হঠাৎই পড়ে গেলেন খেলোয়াড়! বাঁচাতে কোচ যা করলেন...

Metro News অনুসারে, এই ভিডিওটি ইজরায়েলের পর্যটক আসাফ আদমনি পেরুতে বেড়াতি গিয়ে তুলেছিলেন ২০০৯ সালে। তি‌নি জানিয়েছিলেন, ‘‘আমাদের মনে হয়, ডিম বা পাখির ছানার খোঁজেই এসেছিল সাপটি। কাঠঠোকরাটি সেটা বুঝতে পেরে তাকে তাড়াতে চাইছে। কেবল মাত্র মাতৃত্বের প্রবৃত্তি থেকেই সে এমনটা করছে। সে গাছে উঠে সাপটিকে আক্রমণ করছে।''

রবিবার ভিডিওটি শেয়ার করার সময় সুশান্ত নন্দ লেখেন, ‘‘এই গ্রহের সব শক্তিও কখনও মায়ের ভালবাসাকে হারাতে পারবে না। কাঠঠোকরাটি সাপের সঙ্গে মারাত্মক লড়াই করে তার ছানাদের বাঁচাতে চাইছে।''

অজগরের প্রাণ বাঁচালেন মহিলা, কী বেরোল মুখ থেকে? দুর্বল হৃদয়ের জন্য নয় ভিডিওটি

দেখুন সেই লড়াই:

শেয়ার করার পর ভিডিওটি এরই মধ্যে ১১,০০০ বার দেখা হয়েছে।

মনে করা হচ্ছে বেচারি কাঠঠোকরাটি হয়তো শেষ পর্যন্ত মারা গিয়েছিল সাপের কামড়ে।

Click for more trending news


.