Vishwakarma Puja: পাঠ করুন বিশ্বকর্মা পুজোর আরতি
নিউ দিল্লি: দেশজুড়ে আজকের দিনে অর্থা 17 সেপ্টেম্বর প্রতি বছরই বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) করা হয়। যন্ত্রপাতি, মেশিনের দেবতা বিশ্বকর্মা। দেবতাদের স্থাপত্য এবং প্রকৌশলের কারিগর দেবতা বলা হয় তাঁকে। কৃষ্ণের দ্বারকা নগরী, রাবণের লঙ্কা, পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নগরী, হস্তিনাপুর, শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, যমরাজের কালদণ্ড, জগন্নাথ মন্দিরের জন্য ভগবান জগন্নাথ সহ বলরাম ও সুভদ্রার মূর্তি বিশ্বকর্মার দ্বারাই নির্মিত হয়েছিল। এ কারণেই তাঁকে প্রথম প্রকৌশলী বা প্রথম ইঞ্জিনিয়ার হিসাবেও ডাকা হয়। বিশ্বকর্মা পুজোয় যানবাহন ও কম্পিউটারের মতো যন্ত্রগুলি পুজো করা হয়। গাড়িও পুজো করা হয় আজকের দিনে। বিশ্বকর্মা জয়ন্তী দিন মেশিনের উপাসনা করে সমৃদ্ধির প্রার্থনা করা হয়। তাই ব্যস্ততার মাঝেও যদি আপনি এই দিনে আপনার মেশিনের উপাসনা করতে চান, তাহলে এখানে দেওয়া আরতি পড়তে ভুলবেন না।
বিশ্বকর্মা আরতি (Arti)
ওঁ জয় শ্রী বিশ্বকর্মা প্রভু, জয় শ্রী বিশ্বকর্মা
সকল সৃষ্টির কর্তা রক্ষক শ্রুতি ধর্ম।।
আদি সৃষ্টিতে বিধিকে শ্রুতি উপদেশ দেন
শিল্প শাস্ত্রের পৃথিবীতে, জ্ঞানের বিকাশ করেন।
ঋষি অঙ্গিরা তপস্যা থেকে শান্তি না পেয়ে,
প্রভুর ধ্যান করেই তিনি, সিদ্ধি লাভে মাতেন।
অসুস্থ হয়ে রাজা যখন আশ্রয় গ্রহণ করেন।
সংকটমোচন হয়ে তিনি দুঃখ দূর করেন।
যখন রথকার দম্পতি, সংকটে পড়েন।
দীনের প্রার্থনা শুনে, বিপদ তারণ করেন,
একানন চতুরানন, পঞ্চানন রাজে
দ্বিভুজ, চতুর্ভুজ, দশভুজ সকল রূপে সাজে।
ধ্যান করেন যখন, সকল সিদ্ধি আসে
মনের দুবিধা কেটে অটল শান্তি বিরাজে।
শ্রী বিশ্বকর্মার আরতি, যে মানুষই গান
গজানন স্বামী কহেন, সুখ সমৃদ্ধি পান।