This Article is From Jun 26, 2020

"ক্যাম্পাসে আসুন, কাজে যোগ দিন", বিশ্বভারতীর নোটিশ, বিরোধিতায় অধ্যাপক সমিতি

সেই নোটিশও প্রত্যাহারের দাবি তুলে অধ্যাপক সংগঠনের দাবি, "এই ধরনের অপ্রয়োজনীয় সফর ভিত্তিহীন। এমনকী, কেন্দ্রের নির্দেশিকার পরিপন্থী।"

ফাইল ছবি।

কলকাতা:

সম্প্রতি বিশ্বভারতী (Visva-Bharati) অধ্যাপক সমিতিকে ক্যাম্পাসে এসে কাজে যোগ দিতে নোটিশ পাঠিয়েছে। এই নোটিশ দেশব্যাপী লাগু স্বাস্থ্যবিধির পরিপন্থী ও ঝুঁকিপূর্ণ। এই দাবি করে নোটিশ প্রত্যাহারের আবেদন জানাল অধ্যাপক সংগঠন (Professor Association of VU)। এই মর্মে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আবেদন করেছেন তাঁরা। উপাচার্যের দফতর থেকে জারি সেই নোটিশে উল্লেখ, "বিশ্বভারতীর শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং অনেকে লকডাউনের আগে বা পরে শান্তিনিকেতনের বাইরে গিয়েছেন। যাঁরা অবিলম্বে ক্যাম্পাসে ফিরুন এবং কাজে যোগ দিন।" যাঁরা কনটেইনমেন্ট (Containment Zone) জোনের বাসিন্দা, তাঁদের এই নোটিশের বাইরে রাখা হয়েছে। এমনটাও জানিয়েছে উপাচার্যের দফতর।

শুক্রবার এই নোটিশের বিরোধিতা করে অধ্যাপক সমিতি বলেছে, " সম্পূর্ণ অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত।" সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেছেন, "আমরা খুশি পড়ুয়াদের বাড়ি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব সেমিস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এবার একটু ভাবনা কি অধ্যাপক সংগঠনের প্রাপ্য নয়?"

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগকে নোটিশ পাঠিয়েছিল। বিভাগীয় প্রধানের উপস্থিতিতে আবশ্যিক বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী, সেই বৈঠকের স্ক্রিনশট রেজিস্ট্রারের কাছে পাঠাতে নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয়।

সেই নোটিশও প্রত্যাহারের দাবি তুলে অধ্যাপক সংগঠনের দাবি, "এই ধরনের অপ্রয়োজনীয় সফর ভিত্তিহীন। এমনকী, কেন্দ্রের নির্দেশিকার পরিপন্থী।" যদি ও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিদ্যুৎ চক্রবর্তী ও মুখপাত্র অনির্বাণ সরকার।

.