This Article is From Sep 17, 2018

বিশ্বকর্মা বন্দনায় বঙ্গবাসী মাতোয়ারা

Viswakarma puja 2018 : আকাশের ঘুড়ি থেকে অফিসে অফিসে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে বিশ্বকর্মা বন্দনায় মেতে উঠল বঙ্গবাসী। আর এ ভাবেই শুরু হয়ে গেল দুর্গা পুজোর প্রস্তুতি।

বিশ্বকর্মা বন্দনায় বঙ্গবাসী মাতোয়ারা

Viswakarma puja 2018 : আসলে বিশ্বকর্মা পুজো মানে যেন উৎসবের সেমিফাইনাল।

কলকাতা:

আকাশের ঘুড়ি থেকে অফিসে অফিসে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে বিশ্বকর্মা বন্দনায় মেতে উঠল বঙ্গবাসী। আর এ ভাবেই শুরু হয়ে গেল দুর্গা পুজোর প্রস্তুতি।  বিশ্বকর্মার আরধনায় মেতে উঠলেন শিল্প শ্রমিক থেকে শুরু করে অন্যরা। বেশিরভাগ কারখানা ছিল বন্ধ। খোলা থাকলেও তাতে ছুটির মেজাজ। শহরের বহু রাস্তাতেই অটো রিক্সা চলেনি। পুজো হয়েছে সেখানেও। তাছাড়া কলকাতার উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র দেখা গিয়েছে নিত্য নতুন  সাঝে সেজে উঠেছে একাধিক গাড়ি। বহু বাসও নিয়মিত সূচি মেনে চলাচল করেনি। বিকেলের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে পরিস্থিতি। স্বভাবতই মেট্রোর উপর চাপ বেড়েছে অনেকটা।

আসলে বিশ্বকর্মা পুজো মানে যেন উৎসবের সেমিফাইনাল। চারটে দিনের জন্য দিন গোনা শুরু হয়ে গেল এখন থেকেই। কে কোন দিন   কী করবে আর কী পড়বে সেটাও ঠিক করার পালা শুরু হয়ে গেল। আর মাত্র  কয়েকদিন বাদে মহালয়া তারপরেই পুজো। দর্শকদের  চমকে দেওয়ার কাজ যাতে  খুব ভাল ভাবে করা যায় তা নিশ্চিত করতে চাইছে প্রতিটি পুজো কমিটি। চমক দেওয়ার শুরু  সেই উদ্বোধন থেকেই। অন্যদিকে উমার রূপ দেওয়ার কাজ চলছে কুমোরটুলিতেও। তবে মাঝে মধ্যেই বৃষ্টি হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে মৃৎশিল্পীদের।                                                                               

.