Vivek Agnihotri Vs Swara Bhasker: অভিনেত্রী স্বরা ভাস্করের ফাইল চিত্র
হাইলাইটস
- অগ্নিহোত্রী পরে নিজের টুইটি ডিলিট করতে বাধ্য হন
- ভাস্কর কেরলের বিধায়ক পি সি জর্জের নিন্দা করেছিলেন
- স্বরা টুইটারের কৃতজ্ঞতা স্বীকার করেছেন
নিউ দিল্লি: পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিনেত্রী স্বরা ভাস্কর সম্পর্কে কিছু আপত্তি জনক টুইট করার পরে, তার টুইটারের একাউন্টটি ব্লক করে দেওয়া হয়। অগ্নিহোত্রী পরে নিজের টুইটি ডিলিট করতে বাধ্য হন। ভাস্কর কেরলের বিধায়ক পি সি জর্জের নিন্দা করেছিলেন। আসলে 'নন' সম্পর্কে বিধায়ক কিছু আপত্তি জনক মতামত প্রকাশ করেছিলেন। কেরলের এক নন চার্চের বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন, আর তার জন্য এই 'নন' তার গ্রেপ্তারের আবেদন করেছেন। সেই সম্পর্কে অভিনেত্রী টুইট করে লেখেন, ''খুবই লজ্জাজনক ও ঘৃণিত। ভারতের রাজনৈতিক ধারা এবং ধার্মিক বিভাজনের মধ্যে জালিয়াতি লুকিয়ে আছে। একদম বেকার।''
এই টুইটের ভিত্তিতে অগ্নিহোত্রী জবাবে লেখেন, ''#মিটু -র মতো যৌন শোষণ এবং যৌন উৎপীড়নের বিরুদ্ধে অভিযান, ''স্লেট কোথায় #মিটুপ্রস্টিটিউটন। ''এই বক্তব্যের পরেই অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে টুইটারেই বাক যুদ্ধ শুরু হয়ে যায়। ভাস্কর টুইট আধিকারিকদের অগ্নিহোত্রীর পোস্টার বিরুদ্ধে অভিযোগ জানান, এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ''আপনি যে একাউন্ট সম্পর্কে অভিযোগ করেছিলেন, আমরা তা খতিয়ে দেখেছি। আমাদের মতে সেটি টুইটারের নিয়ম বিরুদ্ধ, তাই আমরা সেটিকে ব্লক করে দিয়েছি।'' পরে স্বরা টুইটারের কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং স্ক্রিন শর্ট নিয়ে দেখিয়ে দেন যে, অগ্নিহোত্রী যে টুইট করেছিলেন তা তিনি ডিলিট করে দিয়েছেন।
SPOTLIGHT: অভিনেত্রী স্বরা ভাস্করের একটি সাক্ষাৎকার