Read in English
This Article is From Aug 11, 2018

পশ্চিমবঙ্গে বিজেপি-কে ক্ষমতায় আনতে ভোট দিন : অমিত শাহ

অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগানও তোলেন যুব কংগ্রেস কর্মীরা।

Advertisement
Kolkata

কলকাতায় বক্তব্য রাখছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।  রাখলেন

নিউ দিল্লি:

কলকাতায় পৌঁছে আজ বক্তব্য রাখেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জনসভায় পৌঁছনোর আগে তাঁকে কালো পতাকা দেখান যুব কংগ্রেস কর্মীরা। অমিত শাহর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগানও তোলেন তাঁরা। রাস্তায় বাইক দাঁড় করিয়ে অমিত শাহর কনভয় আটকানোরও চেষ্টা করা হয়। যদিও তাঁর কনভয়ের জন্য রাস্তা করে দেয় পুলিশ। পরে তাঁকে স্বাগত জানান রাজ্যে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজযবর্গীয় ও দিলীপ ঘোষ। 


একনজরে অমিত শাহ কী বললেন - 

 

দেখুন লাইভ আপডেটস:

Aug 11, 2018 15:17 (IST)
বাংলায় মমতা ব্যানার্জি কী করেছেন দেখুন...ব্যবসা ও শিল্প ধুঁকছে। কিন্তু দুর্নীতি ও সিন্ডিকেটের রমরমা। আইনের শাসন অস্তিত্বহীন কিন্তু গুন্ডা রাজে সর্বকালের সেরা। দিনকয়েক আগে পঞ্চায়েত ভোটের সময় সেটা আপনারা দেখেছেন। বংলা ছিল সাহিত্য ও সংগীতের ভূমি...কিন্তু এখন এখানে পড়তে ও শুনতে পাওয়া যায় বোমা বাঁধার ইউনিট ও বিস্ফোরণ...এটা হল মমতা ব্যানার্জির বাংলা : অমিত শাহ  
Aug 11, 2018 15:04 (IST)
মমতা ব্যানার্জি টিভি বন্ধ করে দিতে পারেন কিংবা সেখানে আমার বক্তব্য সম্প্রচার বন্ধ করে দিতে পারেন। কিন্তু নিজের দলীয় কর্মীদের প্রতি আমার আস্থা আছে। আমাদের কর্মীরা বাড়ি থেকে বাড়ি, গলি থেকে গলি, গ্রাম থেকে গ্রাম, জেলা থেকে জেলা, শহর থেকে শহরে পৌঁছে যাবে, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে আমাদের আটকাতে পারবে না...কঠোর পরিশ্রম করতে ভয় পাই না আমরা : অমিত শাহ
Aug 11, 2018 14:58 (IST)
মমতা বান্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানতে চাই, কেন তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন। এই ইস্যুতে নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি রাহুল গান্ধি। কারণ, এটা কংগ্রেসের ভোট ব্যাঙ্কের রাজনীতি : অমিত শাহ 
Aug 11, 2018 14:53 (IST)
পশ্চিমবঙ্গের উন্নতি চাইলে এখানে আর মমতা-কংগ্রেস জোটকে এগোতে দেওয়া যাবে না : অমিত শাহ 
Aug 11, 2018 14:48 (IST)
নরেন্দ্র মোদিকে একটা সুযোগ দিন, পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি : অমিত শাহ 



Advertisement