Read in English
This Article is From Oct 25, 2019

১০০ তলার উপরে কাঁচের ছাদ থেকে নিউ ইয়র্ক! ‘আকাশে ভাসার’ সুযোগ পর্যটকদের

জেসন হর্কিন জানাচ্ছেন, ‘‘এমন ভাবে নিউইয়র্ককে দেখার অভিজ্ঞতা আপনাদের আগে হয়নি। ওখানে হাঁটলে মনে হবে আপনারা আকাশ দিয়ে হাঁটছেন।’’

Advertisement
অফবিট Written by , Edited by

২০২০ সালের ১১ মার্চ এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

শিগগিরি নিউ ইয়র্কের (New York City) বাসিন্দারা এক দুরন্ত অভিজ্ঞতার সুযোগ পাবেন। মাটি থেকে ১,১৩১ ফুট উঁচুতে কাঁচের ছাদ থেকে (Glass Floor) কেমন লাগে এই শহরকে, তা দেখার সুযোগ পাবেন এখানে আসা পর্যটকরা। ১০০ তলা এক বাড়ির উপর থেকে শহরের স্কাইলাইনকে প্রত্যক্ষ করা যাবে। ‘কার্বড নিউ ইয়র্ক' সূত্রে জানা যাচ্ছে, শহরের সবচেয়ে বড় আউটডোর অবজার্ভেশন ডেক হাডসন ইয়ার্ডস-এর প্রান্ত থেকে এটি দেখা যাবে। ওয়েস্টার্ন হ্যাম্পশায়ারে অবস্থিত এটি। ‘হাডসন ইয়ার্ডস এক্সপিরিয়েন্সেস'-এর অধিকর্তা জেসন হর্কিন জানিয়েছেন, এই ডেকের নির্মাণ বেশ রোমাঞ্চকর। এর প্রধা‌ন আকর্ষণ একটি কাঁচের মেঝে। পাশে ন'ফুটের কাঁচের দেওয়াল। এই দুইয়ের স্বচ্ছতার ওপারে দৃশ্যমান হবে নিউ ইয়র্ক।

স্বাভাবিক ভাবেই এখান থেকে তাকালে গা শিরশিরে অভিজ্ঞতা হবে দর্শকদের। ১০০ তলার উপরের ওই স্থানে থাকবে একটা শ্যাম্পেনের পানশালা। সেখানে পানীয়র পাশাপাশি মিলবে খাবারও।

‘এবিসি নিউজ'-কে জেসন হর্কিন জানাচ্ছেন, ‘‘এমন ভাবে নিউইয়র্ককে দেখার অভিজ্ঞতা আপনাদের আগে হয়নি। ওখানে হাঁটলে মনে হবে আপনারা আকাশ দিয়ে হাঁটছেন।''

৩.৪ লক্ষ কেজি ওজনের ওই ডেকে আশ্চর্য ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন লক্ষণীয় হবে। ১৫টি ভাগে বিভক্ত ওই ডেক বাড়িটির পূর্ব ও দক্ষিণ দিকে অবস্থিত।

Advertisement

আরও কয়েক মাসের অপেক্ষা। ২০২০ সালের ১১ মার্চ এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে আগামী ‌বৃহস্পতিবার সুযোগ মিলবে একবার এই অভিজ্ঞতার শরিক হওয়ারয় অনলাইনে মিলবে টিকিট কেনার সুযোগ।

Advertisement