প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ টুইটে এবিষয়ে তাঁর ক্ষোভ ব্যক্ত করেছেন।
নয়াদিল্লি: ২০১৭ সালের ডিসেম্বরে মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁয়ে (Koregaon Bhima) অশান্তি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সমাজকর্মী ভার্নন গঞ্জালভেসকে বম্বে হাইকোর্ট প্রশ্ন করেছে, তিনি কেন ‘‘আপত্তিকর বস্তু যেমন ‘ওয়ার অ্যান্ড পিস' (War And Peace)-এর মতো বই'' বাড়িতে রেখেছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, টুইটারে আদালতের এহেন মন্তব্যের পর বহু প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হ্যাশট্যাগ #WarAndPeace রীতিমতো ট্রেন্ড হয়ে রয়েছে। বুধবার শুনানির সময় পুণে পুলিশের তরফে কিছু বই ও সিডির উল্লেখ করা হয়, যেগুলি অভিযুক্ত গঞ্জালেসের বাড়িতে পাওয়া গিয়েছে। এর মধ্যে ছিল ‘ওয়ার অ্যান্ড পিস'ও। রাশিয়ান সাহিত্যিক লিও তলস্তয়ের বিশ্বখ্যাত এক ক্লাসিক।
ইডির গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে চিদাম্বরমের পিটিশনের শুনানি ৫ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্ট
গঞ্জালেসের বাড়ি থেকে উদ্ধার করা ১১০০ পাতার ওই সুদীর্ঘ উপন্যাসটিকে পুণে পুলিশ মনে করছে তাঁর অপরাধের সাপক্ষে খুব বড় একটি প্রমাণ। এক বছর আগে এটি আটক করে পুলিশ
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ টুইটে এবিষয়ে তাঁর ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি জানান, ‘‘লিও তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস'-এর মতো ক্লাসিক কেন তিনি বাড়িতে রেখেছেন, বম্বে হাইকোর্টের একথা জানতে চাওয়া সত্যিই অদ্ভুত। এবং এটা ভাবা যে, তলস্তয়ের উপরে মহাত্মার খুব প্রভাব ছিল। নতুন ভারতে স্বাগত।''
প্রাক্তন কূটনীতিক কেসি সিংহও টুইট করেছেন এই বিষয়ে। তিনি লেখেন, ‘‘যখন শাসক অপবিজ্ঞানকে উৎসাহ দেয়, তখন বিচারপতিদের ক্ষেত্রেও সেটা প্রতিফলিত হবে। ধরে নেওয়া হচ্ছে লেখক যখন রাশিয়ান, তিনি নিশ্চয়ই বামপন্থী। এ কেমন অবাস্তবতা? লিও তলস্তয় একজন মহান ব্যক্তি যিনি রাশিয়ার বিপ্লবের আগেই প্রয়াত হন।''
অনেকেই একটি ভিডিও শেয়ার করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ওয়ার অ্যান্ড পিস' হাতে দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নান্দি ‘ওয়ার অ্যান্ড পিস' থেকে একটি অংশ টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘‘আমরা কেবল এটা জানতে পারি যে আমরা কিছুই জানি না। এবং এটাই মানবজ্ঞানের সর্বোচ্চ উপলব্ধি।''
পুণে পুলিশের অভিযোগ, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর উস্কানিমূলক বক্তৃতা দেন গঞ্জালেস। ভীমা কোরেগাঁওয়ের ২০০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই বক্তৃতা থেকেই প্ররোচিত হয়েই পরদিন হিংসাত্মক ঘটনা ঘটে ওই এলাকায়। একজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।