শনিবার সকালে প্রধানমন্ত্রীকে দেখা যায় সৈকত থেকে যে আবর্জনা কুড়িয়ে একটি প্লাস্টিকের থলেতে রাখতে।
নয়াদিল্লি: শনিবার সকালে ৩০ মিনিটের জন্যে মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রীকে (PM Modi) সৈকত সাফাইয়ে (PM Modi cleans beach) হাত লাগাতে দেখা যায়। সেই সময় প্রধানমন্ত্রীর হাতে একটা লাঠির মতো বস্তু ঘিরে বাড়ছিল কৌতূহল। অবশেষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তাঁর হাতে ছিল অ্যাকুপ্রেশার রোলার (acupressure roller)। এই সৈকত শহরে চিনের রাষ্ট্রপতি জিনপিং-এর সঙ্গে দু'দিনের অনানুষ্ঠানিক বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। এরপর বৈঠকের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রীকে দেখা যায় সৈকত থেকে যে আবর্জনা কুড়িয়ে একটি প্লাস্টিকের থলেতে রাখতে। তিনি টুইট করে জানান, ‘‘গতকাল থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার হাতে ওটা কী ছিল যখন আমি মামাল্লাপুরমের সৈকতে হাঁটছিলাম। এটা হল অ্যাকুপ্রেশার রোলার, যা আমি মাঝেমাঝে ব্যবহার করি। আমার এটা বেশ উপকারী বলে মনে হয়েছে।''
শি'এর সঙ্গে বৈঠকের আগে মাল্লাপুরমের মনোরম সৈকত সাফাইয়ে প্রধানমন্ত্রী মোদি
শনিবার প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, "আজ (শনিবার) সকালে মামল্লাপুরমের একটি সৈকতে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে সাফাই অভিযান চলে। আমি সৈকত থেকে যে আবর্জনা কুড়িয়েছি তা হোটেল কর্মীদের হাতে তুলে দিয়েছি।" শনিবার প্রকাশিত তিন মিনিটের ভিডিওয় প্রধানমন্ত্রীকে দেখা যায় সৈকতে ‘প্লগিং' করতে। সেই সঙ্গে মানুষকে এব্যাপারে সচেতন করতেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, ‘প্লগিং' হল রাস্তায় জগিং করার সময় পড়ে থাকা ময়লা আবর্জনা সাফ করা। সমুদ্র সৈকতে থাকাকালীন অ্যাকুপ্রেশার রোলার হাতে ধরে থাকার ছবিও পোস্ট করেন তিনি।
রাজকীয় অভ্যর্থনা, এলাহি আমিষ-নিরামিষ পদে খানাপিনা জিনপিং-মোদির
এর আগে স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করার ব্যাপারে এক প্রকল্প শুরুর করার কথা জানান। এর আগে ২০১৪ সালে তিনি শুরু করেছিলেন ‘স্বচ্ছ ভারত' অভিযান।
গত মাসে তাঁর ‘মন কি বাত' বেতার অনুষ্ঠানে তিনি তুলে ধরেন দেশের প্রথম ‘প্লগার' রিপুদমন পেলভির কথা। তিনি বলেন, বিদেশে ‘প্লগিং' চালু থাকলেও এদেশে একে অন্য উচ্চতায় নিয়ে যান রিপুদমন পেলভি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘প্লগিং'-এর ফলে ফিটনেসও বাড়ে আবার পরিবেশও সুন্দর হয়।
দেখুন ভিডিও