Read in English
This Article is From Sep 23, 2019

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না: রাজ্যপাল

রাজ্যপাল জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয় ছাত্র বিক্ষোভের সম্মুখীন হওয়ার পর তাঁর পক্ষে যাদবপুরে ছুটে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপালের যাওয়ার প্রসঙ্গে তাঁর নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

কলকাতা:

রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) রবিবার জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ছাত্র বিক্ষোভের সম্মুখীন হওয়ার পর তাঁর পক্ষে যাদবপুরে ছুটে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। গত বৃহস্পতিবার বামপন্থী ছাত্র সংগঠনের দ্বারা বিক্ষোভের মুখে প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকার পর বাবুলকে উদ্ধার করে নিয়ে যান রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীপ ধনকর জানিয়েছেন, এই ওই সময় পরিস্থিতি বুঝে তাঁর বিশ্ববিদ্যা‌লয়ে যাওয়ার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। তিনি বলেন, ‘‘আমি খুশি যে আমি সেখানে গিয়েছিলাম। আমি অধ্যাপক ও পড়ুয়াদের সহযোগিতা ও সমর্থন পেয়েছি।''

বাবুল সুপ্রিয়'র কাছে ক্ষমা চাইব না, বললেন অভিযুক্ত পড়ুয়া

কলকাতায় এক অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, ‘‘যদি আমি ওই প্রতিবাদী পড়য়াদের সঙ্গে সংযোগ না স্থাপন করতে পারি, ওদের না বুঝতে পারি, তাহলে কে বুঝবে? আমাকে সংযোগ রাখতেই হত। ওদের সঙ্গে কথা বললাম। তবেই আমাদের পক্ষে এগোনো সম্ভব হল।''

Advertisement

রাজ্য সরকারকে কিছু না জানিয়ে বাবুলকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপালের যাওয়ার প্রসঙ্গে তাঁর নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ছাত্র সংগঠন

Advertisement

ওইদিন রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করার আগে জানান, কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে ‘‘ঘেরাও'' করাটা অত্যন্ত গুরুতর ঘটনা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এভাবে ঘেরাও করাটা অত্যন্ত গুরুতর ব্যাপার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিকূল চেহারাই এতে প্রতিফলিত হচ্ছে।''

তার আগে রাজ্যপাল রাজ্যের মুখ্য সচিব মলয় দাসের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। এবং তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের নির্দেশ দেন।

Advertisement

দু'টি বাম ছাত্র সংগঠন আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন ও স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা ওইদিন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। সংবাদ সংস্থা পিটিআইকে বাবুল বলেন, ‘‘আমি এখানে রাজনীতি করতে আসিনি। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর আচরণে দুঃখিত, যেভাবে তাড়া আমাকে নিগ্রহ করেছে। আমাকে ধাক্কা মারা হয়, চুল ধরেও টানা হয়েছে।''

দেখুন ভিডিও p>

  .  

Advertisement

Advertisement