রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ছ’টার সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আইসিস প্রধানের মৃত্যু সংবাদ।
নয়াদিল্লি: আইসিস প্রধান (ISIS Chief) আবু বকর আল-বাগদাদি (Abu Bakr al-Baghdadi) শনিবার সিরিয়ায় আত্মহত্যা করেছে মার্কিন সেনার আক্রমণের পর। বিশ্বের প্রথম সারির সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট'-এ (Washington Post) আবু বকরের মৃত্যু সংবাদের শিরোনাম নিয়ে বিতর্ক ছড়াল। রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ছ'টার সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আইসিস প্রধানের মৃত্যু সংবাদ। তিনি বলেন, ‘‘গত রাতে আমেরিকা বিশ্বের এক নম্বর জঙ্গি নেতাকে সুবিচার দিয়েছে।'' হোয়াইট হাউসে ঘোষণা করে তিনি বলেন, ‘‘সে ছিল একজন অসুস্থ আর হীন চরিত্রের মানুষ। আর এবার সে খতম।'' এই খবর প্রকাশ করার সময় যে শিরোনাম ব্যবহার করল ‘ওয়াশিংটন পোস্ট' বিতর্ক শুরু তা নিয়েই।
আসলে দু'টি শিরোনাম ব্যবহার করে তারা। প্রথমে যে শিরোনাম ছিল তা হল— ‘‘আবু বকর আল-বাগদাদি, ইসলামিক স্টেটের ‘জঙ্গি প্রধান' ৪৮ বছরে প্রয়াত।'' কিন্তু পরে তা বদলে করে দেওয়া হয়— ‘‘আবু বকর আল-বাগদাদি, উগ্র ধর্মীয় গুরু, ইসলামিক স্টেটের চালক, ৪৮ বছরে প্রয়াত।''
এরপরই বিভিন্ন দেশে #WaPoDeathNotice ও #WashingtonPost নামে ট্রেন্ডিং হয়ে যায় এই বদল। বহু কাল্পনিক ও বাস্তব খল চরিত্রের সম্পর্কে অপেক্ষাকৃত কঠিন শব্দ সরিয়ে কোমল শব্দ বসিয়ে প্রয়োগ করা শুরু হয়।
বিজু জনতা দলের নেতা ও রাজ্যসভার সাংসদ সস্মিত পাত্র আবার অন্য একটি শিরোনাম দিয়ে পোস্ট করেন— ‘‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি খতম।''
ভারতীয় টুইটেরাত্তিরা নিজেদের মতো তীর্যক হেডিং করা শুরু করেন। ১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া' ছবির বিখ্যাত খলনায়ক চরিত্র অমরীশ পুরী অভিনীত ‘মোগাম্বো'ও এই প্রসঙ্গে উঠে এল।
রইল আরও কিছু #WaPoDeathNotice and #WashingtonPost পোস্ট।:
হাজির মার্ভেল কমিক্সের জনপ্রিয় খলনায়ক থানোসও।
বিখ্যাত হ্যারি পটার সিরিজের ভোল্ডেমর্ট, মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের হত্যাকারী জন উইলকেস বুথকে নিয়েও টুইট করেছেন কেউ কেউ।
তবে পরে ‘ওয়াশিংটন পোস্ট' শিরোনাম আবারও বদলে করে— ‘‘আবু বকর আল-বাগদাদি, ইসলামিক স্টেটের চরমপন্থী নেতা, ৪৮-এ প্রয়াত।''
‘ওয়াশিংটন পোস্ট লাইভ'-এর জেনারেল ম্যানেজার এবং সহ সভাপতি (কমিউনিকেশনস) ক্রিস্টিন কোরাত্তি কেলি টুইট করে আগের শিরোনামের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। তিনি লেখেন, ‘‘আমাদের আল-বাগদাদি মৃত্যুসংবাদের শিরোনাম ওইভাবে পড়া উচিত হয়নি এবং আমরা দ্রুত তা বদলেও দিয়েছি।''